এবার হিরানির হাত ধরে দাদাসাহেব ফালকে হয়ে পর্দায় আসছেন আমির খান

Spread the love

বহুদিন ধরেই শোনা যাচ্ছিল, যে রাজকুমার হিরানির সঙ্গে দীর্ঘ সময় পর আবারও নাকি জুটি বাঁধতে চলেছেন আমির খান। অবশেষে এল সেই সু-খবর। দীর্ঘ ১১ বছর পর আরও একবার হাত মেলালেন বলিউডের এই দুই হিট মেকার পরিচালক-অভিনেতা জুটি। ভারতীয় সিনেমার জনক দাদাসাহেব ফালকের বায়োপিক বানাচ্ছেন পরিচালক রাজকুমার হিরানি। আর তাতেই নাম ভূমিকায় দেখা মিলবে আমিরের।

এর আগে হিরানির পরিচালনায় ‘থ্রি ইডিয়টস’ (২০০৯) ও ‘পিকে’ (২০১৪)-এর মতো ছবি ছিল ব্লকবাস্টার। আর তারপর এটা আমির খান ও হিরানির তৃতীয় ছবি হতে চলেছে। একটি প্রেস বিজ্ঞপ্তি অনুসারে, এই শিরোনামহীন ছবির শ্যুটিং সামনে অক্টোবরেই শুরু হবে। সুপারস্টার নিজের নতুন চরিত্রের জন্য শীঘ্রই প্রস্তুতি শুরু করবেন।

ধুন্ডিরাজ গোবিন্দ ফালকে, যিনি কিনা দাদাসাহেব ফালকে নামেই বেশি পরিচিত। ভারতীয় সিনেমার একজন পথিকৃৎ ব্যক্তিত্ব । ১৯১৩ সালে তাঁর পরিচালনায় ‘রাজা হরিশচন্দ্র’ ভারতের প্রথম ফিচার ফিল্ম হিসাবে বিবেচিত হয়। তার অভিনীত অন্যান্য উল্লেখযোগ্য ছবিগুলির মধ্যে রয়েছে ‘লঙ্কা দহন’, ‘শ্রীকৃষ্ণ জন্ম’ এবং ‘কালিয়া মর্দান’।

১৯৬৯ সালে ভারত সরকার ফালকের স্মৃতিতে ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কার দেওয়া শুরু করে। ভারতীয় চলচ্চিত্রে আজীবন অবদানকে সম্মান জানাতে প্রতি বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কারে এই পুরস্কার প্রদান করা হয়।

জানা যাচ্ছে, রাজকুমার হিরানি ও তাঁর সহযোগী অভিজাত যোশী এবং লেখক হিন্দুকুশ ভরদ্বাজ এবং অভিষ্কার ভরদ্বাজ গত চার বছর ধরে ‘দাদাসাহেব ফালকে’ নিয়ে তৈরি হতে চলা ছবির চিত্রনাট্য নিয়ে কাজ করছেন। ফালকের নাতি চন্দ্রশেখর শ্রীকৃষ্ণ পুসালকর এই ছবির পাশে আছে। তিনি দাদাসাহেব ফালকের জীবন থেকে অনেক ঘটনা ও তথ্য দিয়েছেন। লস অ্যাঞ্জেলেস-এরএকটি ভিএফএক্স স্টুডিওগুলি ইতিমধ্যেই এই ছবির জন্য প্রাক স্বাধীনতা যুগ এবং সময়কালের উপর AI ডিজাইন তৈরি করেছেন।

এদিকে এদিকে খুব শীঘ্রই (২০ জুন) মুক্তি পেতে চলেছে আমিরের ‘সীতারে জমিন পার’। আপাতত সেটা নিয়েই ব্যস্ত রয়েছেন আমি। তবে ইতমধ্যেই সেই ছবি নিয়েও ট্রোলের মুখে পড়তে হয়েছে অভিনেতাকে। দীর্ঘদিন ধরেই তিনি বক্স অফিসে ব্যর্থ এবার কি ‘দাদাসাহেব ফালকে’র বায়োপিকের হাত ধরে তবে আমিরের ঝুলিতে সাফল্য আসবে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *