আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে এমপক্স ভ্যাকসিনের প্রথম চালান আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) পৌঁছাতে পারে। প্রথম চালানে মধ্য আফ্রিকার দেশটিতে এক লাখ ডোজ ভ্যাকসিন যাবে।
সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, প্রায় ১০ কোটি মানুষের দেশ ডিআর কঙ্গো এমপক্স প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল। এর কারণে গত মাসে বিশ্বব্যাপী জনস্বাস্থ্য জরুরি অবস্থাও ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
ডব্লিউএইচও’র প্রধান টেড্রোস আধানম গেব্রেয়াসুস বলেছেন, ভ্যাকসিনের ডোজগুলো ব্যাভারিয়ান নর্ডিকের তৈরি এবং এর অনুদান দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। আজ বৃহস্পতিবার কঙ্গোতে তা পৌঁছানোর কথা আছে।
এর আগে কঙ্গোর এমপক্স প্রাদুর্ভাব প্রতিক্রিয়া প্রধান ক্রিস কাসিটা রয়টার্সকে বলেছিলেন, ‘আমরা ভ্যাকসিনের প্রথম ব্যাচটি ৫ সেপ্টেম্বর এবং দ্বিতীয় ব্যাচ ৭ সেপ্টেম্বরে পাবো।’
আফ্রিকা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (আফ্রিকা সিডিসি) জানিয়েছে, বৃহস্পতিবার ৯৯ হাজারেরও বেশি ডোজ আসার কথা আছে। ডেনমার্ক থেকে ফ্লাইটটি স্থানীয় সময় ১১টার দিকে কিনশাসার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে।
এছাড়া একই সংখ্যক ভ্যাকসিন বহনকারী আরেকটি ফ্লাইট সপ্তাহের শেষের দিকে পৌঁছানোর কথা রয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত সাড়ে ১৭ হাজার এমপক্স রোগী শনাক্ত হয়েছে। আর এমপক্স আক্রান্ত ৬২৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।