আবারও বিমান বিভ্রাট। এবার দিল্লি থেকে পুণেগামী এয়ার ইন্ডিয়ার বিমানে পাখির ধাক্কায় আতঙ্ক ছড়িয়েছে।এরপরেই বিমান সংস্থাটি তাদের ফিরতি উড়ান বাতিল করতে বাধ্য হয়। সম্প্রতি আহমেদাবাদের মেঘানিনগরে হওয়া এয়ার ইন্ডিয়ার ১৭১ বিমান দুর্ঘটনার পর ডিজিসিএ জানিয়েছিল, সম্ভবত পাখির আঘাতেই আকাশ ভেঙে পড়ে যায় সেই বিমানটি। এরপরেই প্রশ্ন ওঠে, বিমানবন্দর থেকে সদ্য টেক অফ হওয়া বিমান কীভাবে এক ঝাঁক পাখির মুখে পড়তে পারে?এই ঘটনার সপ্তাহ কয়েক পরেই ফের পাখির কবলে এয়ার ইন্ডিয়ার বিমান।
জানা গেছে, শুক্রবার দিল্লি বিমানবন্দর থেকে ভোর সাড়ে পাঁচটা নাগাদ উড়ে যায় পুণেগামী এআই ২৪৬৯। সকাল ৭টা ১৪ মিনিট নাগাদ পুনে বিমানবন্দরে অবতরণ করে বিমানটি। বিমানে ১০০ জনেরও বেশি যাত্রী ছিলেন। পুণেতে অবতরণের পরই বিমান সংস্থার সূত্রে জানানো হয়, এআই ২৪৬৯ বিমানটির পরবর্তী সফর বাতিল করা হচ্ছে।পুনে বিমানবন্দর সূত্রে খবর, পুনেতে অবতরণের পর আবার দিল্লিতেই ফিরে যাওয়ার কথা ছিল বিমানটির।কিন্তু পুনে বিমানবন্দরে নামতেই এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষকে চালকরা জানায় মাঝ আকাশে বিমানে ধাক্কা মেরেছিল পাখি। কিন্তু বিশেষ ক্ষতি হয়নি। ফলে রক্ষা পেয়েছে শতাধিক প্রাণ।যাত্রীদের ক্ষতি না হলেও অতীত থেকে শিক্ষা নিয়ে আপাতত ভাবে বাতিল হয় দিল্লি ফেরত বিমানটি। কর্তৃপক্ষ জানায়, যান্ত্রিক কোনও ত্রুটি হয়েছে কিনা তা দেখে নিতেই এই সিদ্ধান্ত। বিমানটির ফিরতি যাত্রা বাতিল হওয়ায় যাত্রীদের যাতে কোনও রকম অসুবিধার মধ্যে পড়তে না হয়, তার জন্য বিকল্প ব্যবস্থাও করা হয়েছে। তারা জানিয়েছে, বাতিলের কারণে যাত্রীদের টিকিটের সম্পূর্ণ টাকা ফেরত দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছে।
আহমেদাবাদের ঘটনার পর থেকেই বিমানে একের পর এক বিভ্রাট সামনে আসছে। এয়ার ইন্ডিয়া হোক বা ইন্ডিগো, বিপত্তির মুখে প্রায় প্রত্যেকেই। বৃহস্পতিবারেই কলকাতা বিমানবন্দরেও দুটি বিমান যান্ত্রিক ত্রুটির কারণে উড়তে পারেনি। সেদিন ভোর ৬ টা ৫৫ মিনিটে ১৫৫ জন যাত্রী নিয়ে কলকাতা থেকে শিলচরের উদ্দেশে রওনা দেবার জন্য ট্যাক্সিওয়ে থেকে রানওয়ের দিকে যাওয়ার পথে ঘটে বিপত্তি ঘটে , পাইলট যান্ত্রিক ত্রুটির কথা জানিয়ে এয়ার ট্রাফিক কন্ট্রোল সঙ্গে যোগাযোগ করে। বিমানটিকে ফের ট্যাক্সি বে ৪৮ এ পার্কিংয়ে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। বিমানে প্রায় এক ঘণ্টা ধরে যাত্রীরা অপেক্ষা করার পর, যান্ত্রিক ত্রুটি মেরামতির পরে সেই বিমানটি শিলচরের উদ্দেশে রওনা দেয়।

অন্যদিকে, ইন্ডিগোর একটি বিমান কলকাতা থেকে রওনা দেওয়ার কথা ছিল আগরতলার দিকে। কিন্তু রানওয়েতে নামার পরেই অভিমুখ ঘুরিয়ে নেয় বিমানটি। পাইলট এটিসি-কে জানায় বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। সঙ্গে সঙ্গে এটিসির সবুজ সংকেত দেওয়ার পরে রানওয়ে থেকে বিমান ঘুরিয়ে বে-তে আনা হয়। পরে বিমানটি যাত্রীদেরকে নিয়ে রওনা দেয় আগরতলার উদ্দেশে।