এলোপাথাড়ি কুপিয়ে থানায় আত্মসমর্পণ খুনির

Spread the love

ভয়াবহ ঘটনা দক্ষিণ ২৪ পরগনার জেলার বকুলতলায়! ধারালো অস্ত্র দিয়ে প্রতিবেশীকে কুপিয়ে খুন করে থানায় আত্মসমর্পণ করল অভিযুক্ত ব্যক্তি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা। নেপথ্যে গরুকে খাওয়ানো নিয়ে বিবাদ?

জানা গিয়েছে, জয়নগর দু’নম্বর ব্লকের বকুলতলা থানার অন্তর্গত ফুটিগোদা অঞ্চলের দোসরা ভগবানপুরের বাসিন্দা রাজকুমার হালদার পেশায় মাছ ব্যবসায়ী। নিমপীঠ বাজারে তাঁর একটি মাছের দোকান আছে। স্থানীয় সূত্রে খবর, আজ সোমবার দুপুরে তিনি প্রতিবেশী বলরাম অধিকারীর বাড়ির সামনে একটি মন্দিরে মেঝেতে বসেছিলেন। সেই সময় ধারালো অস্ত্র নিয়ে প্রতিবেশী বলরাম হঠাৎই তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে। এলোপাথারি কোপাতে থাকে। রাজকুমার হালদারের আর্তনাদে ছুটে আসে পাড়া-প্রতিবেশীরা। গুরুতর জখম অবস্থায় নিমপীঠ শ্রীরামকৃষ্ণ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় রাজকুমারের।

কিন্তু ঠিক কী কারণে এই খুন?
প্রতিবেশীরা জানান, দুজনের মধ্যে সেরকম কোনও গন্ডগোল লক্ষ্য করেননি তাঁরা। তবে কদিন আগে গরুর খাবার দেওয়া নিয়ে দু’জনের মধ্যে বচসা হয়েছিল। কেউ কেউ আবার বলছেন, জমি সংক্রান্ত বিবাদের জেরে এই খুন হতে পারে। খবর বকুলতলা থানার পুলিশ রাজকুমার হালদারের মৃত দেহ উদ্ধার করে। এবং অভিযুক্ত বলরাম অধিকারীকে গ্রেপ্তার করে ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং তদন্তের স্বার্থে ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে। এই ঘটনায় ভগবানপুর গ্রামের বড়পাড়ায় নেমে এসেছে শোকের ছায়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *