ঐশ্বর্যের কান ভিডিওয় ‘গুরু’ ছবির গান

Spread the love

চলতি বছর কান চলচ্চিত্র উৎসবে বলিউড নায়িকারা যেন সেজে উঠেছিলেন অনন্য সাজে। ভারতীয় সংস্কৃতিকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার এ যেন এক প্রচেষ্টা। তবে এবারের অনুষ্ঠানে অনেকেই শাড়ি পরে এলেও ঐশ্বর্য রাই বচ্চনের সাজ যেন পিছনে ফেলে দিয়েছিল সকলকে।

মনীশ মালহোত্রার ডিজাইন করা সাদা বেনারসি, মনিমুক্তো খচিত হার, এক মাথা সিঁদুর, ঐশ্বর্য যে আক্ষরিক অর্থেই বিশ্বসুন্দরী তা আরও একবার প্রমাণ হয়ে গিয়েছিল কান চলচ্চিত্র উৎসবের মঞ্চে। এবার কান চলচ্চিত্র উৎসবের বেশ কিছু ছোট ছোট মুহূর্ত দিয়ে তৈরি একটি ভিডিয়ো পোস্ট করলেন ঐশ্বর্য। নেপথ্যে রাখলেন স্বামীর সঙ্গে অভিনীত ‘গুরু’ ছবির গান।

ঐশ্বর্য যে ভিডিয়োটি পোস্ট করেছেন সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, কান চলচ্চিত্র উৎসবে ঐশ্বর্যের লুক, অনুষ্ঠানের ভেন্যু, সর্বোপরি মনীশ মালহোত্রার হাতে তৈরি সূক্ষ্ম অথচ সুন্দর বেনারসির কাজ। কত যত্নের সঙ্গে ঐশ্বর্যের কান লুক তৈরি করেছেন ডিজাইনার, তা স্পষ্ট হয়ে ওঠে এই ভিডিয়োর মাধ্যমে। সর্বশেষে মনীশ মালহোত্রা এবং আরাধ্যার সঙ্গে ছবি তোলার মুহূর্তও সকলের সঙ্গে ভাগ করে নেন ঐশ্বর্য।

তবে এই ভিডিয়োয় সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপারটি হল ছবির নেপথ্যে থাকা গান। গোটা ভিডিয়োটি চলাকালীন যে গানটি শুনতে পাওয়া গিয়েছে, সেটি হল ২০০৭ সালের হিট ছবি ‘গুরু’-র ‘তেরে বিনা’ গানের ট্র্যাক। মনি রত্নম পরিচালিত এই ছবির প্রিমিয়ারের পরেই ঐশ্বর্যকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন অভিষেক। খুব স্বাভাবিকভাবেই সিনেমাটি ঐশ্বর্যের কাছে ভীষণ স্পেশাল একটি সিনেমা।

ঐশ্বর্যর ‘গুরু’ ছবির গান ভিডিয়োয় ব্যবহার করার ফলে আরও একবার স্পষ্ট হয়ে যায় বিগত দুই বছর ধরে চলা ঐশ্বর্য এবং অভিষেকের বিবাহ বিচ্ছেদের গুঞ্জন ছিল শুধুমাত্র একটি গুজব মাত্র। কান চলচ্চিত্র উৎসবে অভিষেক স্ত্রীর সঙ্গে না থাকলেও ঐশ্বর্য যে প্রতিমুহূর্তেই স্বামীকে স্মরণ করেছেন, তা যেন এই ভিডিয়োর হাত ধরেই স্পষ্ট হয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *