‘ওঁর থেকে ওই বড় ঠোঁটই যেন বেশি….’ 

Spread the love

অভিনেত্রী ভূমি পেডনেকর সম্প্রতি ‘দ্য রয়্যালস’ শোতে দেখা গিয়েছে। এই সিরিজ দেখার পর বহু লোকজন ভূমির ঠোঁট নিয়ে নানান মন্তব্য করছেন। লোকজন সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীকে ট্রোল করতেও ছাড়ছেন না। কেউ কেউ লিখেছেন ‘ভূমির ঠোঁট ’ বেশ বড় দেখাচ্ছে। অভিনেত্রী অস্ত্রোপচার করে ঠোঁট বড় করেছেন বলেও কেউ কেউ, মন্তব্য করেছেন। আরও একজন লিখেছেন, ‘দ্য রয়্যালস-এ তার ঠোঁট তার চেয়ে বেশি অভিনয় করছে’, অন্যজন লিখেছেন, ‘ভূমির আগের ঠোঁট ও এখনকার ঠোঁটের পার্থক্য দেখুন, ভূমিকে আগে আরও সুন্দর। উনি নিশ্চয় সার্জারি করিয়েছেন।’

যদিও ভূমি পেডনেকর এই ট্রোলিং নিয়ে সাম্প্রতিত সময়ে কোনও মন্তব্য করেননি। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্ল্যার্টফর্ম রেডিটে অভিনেত্রীর একটি ভিডিও ভাইরাল হচ্ছে। যেখানে ক্যারিয়ারের শুরুতেই নিজের ঠোঁট নিয়ে কমেন্টের জবাব দিয়েছিলেন অভিনেত্রী। সেই সাক্ষাৎকারটি ২০১৭ সালের, যখন তিনি অনুপমা চোপড়ার সঙ্গে আড্ডায় রাজকুমার রাও ও আয়ুষ্মান খুরানার সঙ্গে যোগ দিয়েছিলেন।

কী আছে সেই ভিডিয়োতে?

সেই ভিডিয়ো ক্লিপে ভূমিকে বলতে শোনা যায়, ‘তুমি জানো সবচেয়ে অদ্ভুত জিনিস যে কেউ আমাকে বলেছিল যে তোমার ঠোঁট অনেক বড়। আমি বলেছিলাম, এটা কখনও সমস্যা? মানে মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে এটা করার জন্য… তাহলে কীভাবে তাঁরা এই অদ্ভুত বিষয়গুলি বলতে পারেন?’ ভূমির কথায়, ‘আপনি যখন এই জাতীয় জিনিসগুলির মুখোমুখি হন, তখন গুরুত্বপূর্ণ বিষয় হল এটাকে উপেক্ষা করা। শুধু নিজের দিকে নজর দেওয়া।’

প্রসঙ্গত, ‘দ্য রয়্যালস’-এ ভূমিকে ঈশান খট্টরের সঙ্গে দেখা গিয়েছে। যদিও ওয়েব সিরিজটি দর্শকদের কাছ থেকে অল্পই সাড়া পেয়েছে। বহু দর্শকরা এই সিরিজ নিয়ে তাঁদের হতাশা প্রকাশ করতে সোশ্যাল মিডিয়ায় হাজির হয়েছেন। তাঁদের দাবি সিরিজে প্রধান অভিনেতাদের মধ্যে রসায়নের বড়ই অভাব এবং দুর্বল।। ভাসাভাসা চিত্রনাট্যের জন্য মানুষের মনে এটা তেমন প্রভাব ফেলেনি।

প্রসঙ্গত ‘দ্য রয়্যালস’ সিরিজে ভূমির সঙ্গে রয়েছেন ঈশান খট্টর ছাড়াও রয়েছেন বিহান সামাত, জিনাত আমান, নোরা ফাতেহি, সাক্ষী তানওয়ার প্রমুখ। সিরিজের গল্পে দেখা যায়, একসময় রাজকীয় মোরপুরের রাজপরিবার এখন ঋণের ভারে জর্জরিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *