‘ওকে আসলে খুব সুন্দর দেখতে…’

Spread the love

বোন প্রিয়াঙ্কা চোপড়ার ‘হেডস অব স্টেট’ ছবির জন্য লন্ডনে গিয়েছিলেন পরিণীতি চোপড়া। সেখানেই পরিণীতি এক সাক্ষাৎকারে তাঁর স্বামী রাঘব চাড্ডার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে কথা বলেছেন। পরিণীতি বলেছেন যে রাঘব দেখতে এতটাই সুন্দর যে লোকেরা তাঁকে বলেন যে রাঘবের সিনেমায় নাম লেখানো উচিত। একই সঙ্গে পরিণীতি এটাও জানিয়েছেন যে তিনি যা করছেন সেটাই করবেন।

রাঘবকে কি সিনেমায় দেখা যাবে?

রাঘব চাড্ডার সম্পর্কে কথা বলতে গিয়ে পরিণীতি বলেন, ‘আসলে ওকে দেখতে এত সুন্দর, সবাই প্রায়ই আমার সঙ্গে রসিকতা করে বলেন যে শোনো, ওর সিনেমায় অভিনয় করা উচিত। লোকজন সবসময় এটা বলে আর আমরা হাসি। এই বিষয়টা খুব মিষ্টি, তবে ও ওর যা করার কথা সেটা করছেন।

কী বললেন পরিণীতি?

পরিণীতি বলেন, ওর লক্ষ্য রাজনীতি এবং তিনি সবসময় সেটাই করে যাবেন। তিনি অত্যন্ত দেশপ্রেমিক এবং দেশের সেবা করতে চান। এজন্য ও বলে, তুমি তোমার কাজ করো আর আমি আমার কাজ করব। ও এবিষয়ে খুব স্পষ্ট।

পরিণীতি আরও বলেন যে তাঁরা দুজনেই নিয়মিত বাড়িতে খবর দেখেন। তাঁর কথায় ‘রাঘব এবিষয়ে সবসময় জিতেছে কারণ আমি প্রতিদিন খবর না দেখে ঘুমতে পারি না। এখন আমি খবর না দেখে ঘুমাতে পারি না। এই কথোপকথনে পরিণীতি বলেছেন যে তিনি এবং তাঁর স্বামী দুজনেই খুব বেছে বেছে কনটেন্ট দেখেন।

পরিণীতির কথায়, ‘রাঘব আমাকে বলে যে ওর বেশি সময় নেই, তাই আমার উচিত ওর জন্য ভালো কনটেন্ট বেছে রাখা। পরিণীতি বলেন, আমিও একই রকম, আমিও খুব বেশি সিনেমা দেখি না। আমিও প্রতিদিন বসে সিনেমা দেখি না, তাই অন্যদের কাছে ভালো কনটেন্টের পরামর্শ চাই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *