শুরু হয়ে গেল ওয়েভস সামিট ২০২৫। এদিন এই অনুষ্ঠানে ভারতীয় ছবির জয় গাঁথা, কিংবদন্তিদের নিয়ে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কী বললেন তিনি? কারাই বা হাজির ছিলেন এদিনের এই অনুষ্ঠানে?
কী বললেন প্রধানমন্ত্রী?
এদিন ওয়েভস সামিটে বক্তব্য রাখতে উঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘আজ ১ মে। আজ থেকে ১১২ বছর আগে ৩ মে ১৯১৩ এ প্রথম ফিচার ছবি রাজা হরিশচন্দ্র মুক্তি পেয়েছিল। এটার নির্মাতা ছিলেন দাদাসাহেব ফালকে। আর কালকেই ওঁর জন্মদিন ছিল। গত ১০০ বছরে ভারতীয় সিনেমা ভারতকে বিশ্বের কোণে কোণে পৌঁছে দিয়েছে।’
তিনি এদিন কিংবদন্তিদের নাম করে বলেন, ‘গুরুদত্তের সিনেমাটিক পোয়েট্রি হোক বা ঋত্বিক ঘটকের সোশ্যাল রিফ্লেকশন, এ আর রহমানের সুর হোক বা রাজামৌলির মহাগাঁথা, সব গল্পেই ভারতীয় সংস্কৃতির আওয়াজ হয়ে দুনিয়ার কোটি কোটি মানুষের মনে জায়গা করে নিয়েছে।’ শুধু তাই নয় মোদী এদিন আরও বলেন, ‘আমরা ভারতীয় সিনেমার অনেক ব্যক্তিত্বকে ডাক টিকিটের মাধ্যমে স্মরণ করেছি। বন্ধুরা, গত বছরগুলোতে আমি কখনও সঙ্গীত নির্মাতাদের সঙ্গে দেখা করেছি তো কখনও চিত্র নির্মাতাদের সঙ্গে, কখনও অভিনেতাদের সঙ্গে দেখা করেছি। আর এই সমস্ত মিটিংয়ে ক্রিয়েটিভিটি, বিশ্বের কাছে ভারতের কাজ, বিশ্বের বিভিন্ন প্রান্তের সঙ্গে হাত মিলিয়ে কাজের প্রসঙ্গ উঠেছে। আমি যখনই আপনাদের সঙ্গে দেখা করেছি আইডিয়া নিয়েছি।’

কারা কারা এসেছেন ওয়েভস সামিটে?
বলিউডের প্রথম সারির অভিনেতা সহ দক্ষিণ ভারতীয় তারকা, সিনে ব্যক্তিত্বদের সঙ্গে সমস্ত আঞ্চলিক ভাষার বিনোদন জগতের খ্যাতনামা ব্যক্তিত্বদের দেখা যায় এদিন। এসেছিলেন শাহরুখ খান, অক্ষয় কুমার, হেমা মালিনী, রণবীর কাপুর, আলিয়া ভাট, অনুপম খের, রাজামৌলী, রজনীকান্ত, প্রমুখ। থাকবেন আমির ঝাঞ্জ মোহনলাল, ঐশ্বর্য রাই বচ্চন, চিরঞ্জীবী, সহ আরও অনেকেই।
১ মের আলোচনার বিষয় লেজেন্ড অ্যান্ড লিগ্যাসি। এদিনের এই অনুষ্ঠানে বক্তব্য রাখবেন হেমা মালিনী, মিঠুন চক্রবর্তী, রজনীকান্ত, মোহনলাল এবং চিরজীবী। অক্ষয় কুমার এটির সঞ্চালনা করবেন। দুপুরের আলোচনার বিষয় দ্য নিউ মেনস্ট্রিম। সেখানে করণ জোহরের পরিচালনায় কথা বলবেন এসএস রাজামৌলি, এ আর রহমান, অনিল কাপুর, আলিয়া ভাট, ভিকি কৌশল। আর বিকেলের আলোচনার প্রসঙ্গ দ্য জার্নি ফ্রম আউটসাইডার টু রুলার। এখানে শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোন থাকবেন বক্তা হিসেবে।
এদিন কথা প্রসঙ্গে রাজামৌলি জানান আমেরিকা, কোরিয়া, চিনের থেকে ভারতীয় ছবি পিছিয়ে আছে। অন্যদিকে রজনীকান্ত এদিন কথা শুরুর আগেই পহেলগাঁও হামলায় মৃতদের উদ্দেশ্যে বার্তা রাখেন। এই ঘটনাকে নিকৃষ্ট, ক্ষমাহীন ঘটনা বলেও দেগে দেন।
এই ওয়েভস সামিট ১ মে থেকে ৪ মে পর্যন্ত চলবে। জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে এই সামিট।