কত কোটি টাকা পারিশ্রমিক নেন অরিজিৎ সিং?

Spread the love

একটি ভিডিও হঠাৎ করেই ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। যেখানে ইন্ডিয়ান আইডল-এর প্রথম সিজনের ফাইনালিস্টকে দাবি করতে দেখা যাচ্ছে যে, কেউ কেউ লাইভ শো-তে কয়েক ঘণ্টা গান গাইতে কোটি কোটি টাকা পর্যন্ত আয় করে।

একটি পডকাস্টের ভিডিয়ো ভাইরাল। যেখানে রাহুলের কাছে প্রশ্ন করা হয়, গানের জগতে এমন কোনো পারিশ্রমিকের অঙ্ক, যা তাঁকে অবাক করেছে। এমনকী, তাঁকে বলা হয় করও নাম না নিলেও চলবে। শুধু টাকার অঙ্ক জানতে চাওয় হয়।

জবাবে রহুল বৈদ্যকে বলতে শোনা যায়, ‘১৪ কোটি, ১০ কোটি, ১টা শোয়ের। ২ ঘণ্টার জন্য। ৭ কোটি, ৩ কোটি। আগে কোটির কথা শোনেই না কেউ। আগে খুব বেশি হলে লাখে কথা হত। হঠাৎ কোনো এক ব্যক্তি এল, আমি জানি এই ব্যক্তি কে…’

এখানেই থেমে না থেকে, রাহুল বৈদ্য আরও বলেন ‘যে ওঁর ম্যানেজার। তারসেম নাম। আমি নিতে চাই এই নামটা। আসলে অরিজিৎ এমন ছেলে যে বেশি স্টেজ শো করতে চায় না। আর যখ আমরা কোনো কাজ করতে চাই না, আমরা ভাবি এমন অফার দিয়ে দেই, ওরা নিজেরাই না করে দেবে। কিন্তু ওঁর ক্ষেত্রে দেখা যায় যে সেটাটেই রাজি হয়ে গেল।’

তবে দেখা গেল যে, এভাবে অরিজিতের স্টেজ শো-র পারিশ্রমিক রাহুল বৈদ্য ফাঁস করতেই রেগে আগুন হলন অরিজিতের ভক্তরা। একজন লেখেন, ‘অরিজিৎ সিং দাদা এটা ডিজার্ভ করে’। আরেকজন লেখেন, ‘আরে ওর ম্যানেজার জানে, ওর বসের দু ঘণ্টার ভ্যালু ১৪ কোটি টাকা। তুই ভাই তোরটা দেখ। আমার তো মনে হয়, তোর কোনো ম্যানেজারও নেই।’ তৃতীয়জন লিখলেন, ‘বিরাট কোহলির পর এবার অরিজিৎ সিং-কে নিয়ে পড়েছে। ফুল ছাপড়ি।’

প্রসঙ্গত, কদিন আগেই রাহুল বৈদ্যর দাবি ছিল যে, তাঁক ইনস্টাগ্রমে ব্লক করে দিয়েছে বিরাট কোহলি। শুধু তাই নয়, বিরাট কোহলির ভক্তরা তাঁকে, তাঁর পরিবারকে অনলাইনে গালিগালাজ করছে। এরপর আচমকাই আবার, রাহুল বৈদ্য দাবি করেন, ব্লক তুলে দিয়েছেন বিরাট। সেই সময়ও একইভাবে ট্রোল হন রাহুল বৈদ্য। গায়ক, প্রাক্তন বিগ বস প্রতিযোগীর উপর ক্ষেপে লাল হতে থাকেন বিরাটের ভক্তরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *