কনসার্ট থামিয়ে ভারতীয় সেনাকে শ্রদ্ধা জানিয়ে কী করলেন শ্রেয়া?

Spread the love

সদ্যই মুম্বইয়ে অনুষ্ঠিত হয়ে গেল শ্রেয়া ঘোষালের কনসার্ট। মে মাসের একদম গোড়ার দিকেই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই শোয়ের। কিন্তু অপারেশন সিঁদুর, ভারত পাক অশান্তির আবহে সেটা সম্ভব হয়নি। গায়িকা পিছিয়ে দেন শো। এদিন এই অনুষ্ঠানে তিনি ভারতীয় সেনাকে সম্মান, শ্রদ্ধা জানান।

কী ঘটেছে?

গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরনে জঙ্গিহানায় যে ২৬ জন সাধারণ মানুষের মৃত্যু হয় তারপর থেকে রাগে ক্ষোভে ফুঁসতে থাকে গোটা দেশ। বারবার পাল্টা জবাব দেওয়ার কথা ওঠে। এরপর ভারতীয় সেনা অপারেশন সিঁদুর চালায়। ভারত পাক অশান্তির সেই আবহে ডেট ছিল শ্রেয়া ঘোষালের মুম্বই কনসার্টের। কিন্তু তখন তিনি দেশকে গুরুত্ব দিয়ে ওই সময় কনসার্ট করতে চাননি। পিছিয়ে দেন ডেট। সবটা ঠিক হওয়ার পর গত ২৪ মে অনুষ্ঠিত হল শ্রেয়ার এই কনসার্ট। সেখানেই তিনি দেশের সেনা, জওয়ানদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানান।

কনসার্টে একের পর এক গান গাওয়ার মাঝে গান থামিয়ে দেন। এবং শ্রদ্ধা, সম্মান জানান দেশের সেনাকে। বলেন, ‘এই যে আমরা এখন নিশ্চিন্তে দাঁড়িয়ে আছি প্রতিটি সেকেন্ড তার কারণ ওঁরা সীমান্ত রক্ষা করছেন।’ তিনি এদিন আরও বলেন, ‘কোথাও কোনও সেনা জওয়ান বা আধিকারিক, নেভি, বায়ু সেনাকে দেখলেই তাঁদের পা ছুঁয়ে প্রণাম করা উচিত। আমার এই গান তাঁদের পা ছোঁয়ার মাধ্যম, আমাদের মাতৃভূমির জন্য।’ বলে তিনি মা তুঝে সালাম গানটি গান। তাঁর সঙ্গে সেই গানে গলা মেলান কনসার্টে উপস্থিত সকল শ্রোতাদের। এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই সেটা নিমেষে ভাইরাল হয়েছে। গায়িকার অনুরাগীরা তাঁর এই রূপে যেন পুনরায় মুগ্ধ হয়েছেন।

গত ১০ মে হওয়ার কথা ছিল শ্রেয়ার অল হার্ট ট্যুরের মুম্বই কনসার্ট। সেটা পিছিয়ে দেওয়ার ঘোষণা করে গায়িকা লিখেছিলেন, ‘আমার প্রিয় অনুরাগীরা, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে আমার হোমকামিং কনসার্ট যেটা মুম্বইয়ের বিকেসিতে অবস্থিত জিও ওয়ার্ল্ড গার্ডেনে ১০ মে হওয়ার কথা ছিল আমাদের অল হার্ট ট্যুরের অংশ হিসেবে সেটা আমরা আমাদের প্রিয় দেশের এমন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ পরিস্থিতি শান্ত হলে তিনি নতুন ডেট ঘোষণা করে লেখেন, ‘মুম্বই, নতুন ডেট ঘোষণা। সবাইকে ধন্যবাদ ভালোবাসা দেওয়ার জন্য, এবং অবশ্যই ধৈর্য দেখানো এবং বোঝার জন্য। যেমনটা কথা দিয়েছিলাম আমরা আরও শক্তিশালী হয়ে ফিরে আসব। সমস্ত হৃদয়কে সঙ্গীত এবং ভালোবাসা দিয়ে সারিয়ে তুলব। আর কিছুদিন পরেই দেখা হবে।’ ২৪ মে অনুষ্ঠিত হল সেই কনসার্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *