কমেডি শোয়ে ফিরেই চেনা ছন্দে সিধু

Spread the love

‘দ্য গ্রেট ইন্ডিয়ান কাপিল শো’, অনুষ্ঠানটির জনপ্রিয়তা আলাদা করে বলার কিছু নেই। পরিচালক থেকে অভিনেতা অভিনেত্রী, নতুন ছবি মুক্তি পাওয়ার আগেই এই অনুষ্ঠানে ছবি প্রমোট করতে দেখা গিয়েছে তাঁদের। অনুষ্ঠানে বিচারকের আসনে প্রথমে নভজ্যোত সিং সিধু এবং পরে অর্চনা পুরন সিংকে দেখা গিয়েছে। তবে এবার পঞ্চমতম সিজনে হতে চলেছে ডবল ধামাল। অর্চনা এবং সিধু দুজনকেই এবার বিচারকের আসনে দেখতে পাবেন দর্শকরা।

তবে যে কটি সিজনে সিধু ছিলেন না, সেখানেও বারবার উঠে এসেছে সিধুর প্রসঙ্গ। মজার ফলে একথাও শুনতে পাওয়া গিয়েছে, সিধুকে সরিয়ে বিচারকের আসন কেড়ে নিয়েছিলেন অর্চনা। যদিও পুরোটাই মজার ছলে বলেন কপিল। তবে শুধু অর্চনা নন, রসিকতার মোড়কে বারবার তারকাদের অন্দরমহলের খবর জানার চেষ্টা করেন কপিল। তবে এবার হলো উল্টোপুরাণ।

কপিল শর্মা শোয়ের পঞ্চম তম সিজন শুরু হওয়ার আগেই কপিলের কেরিয়ারের পর্দা ফাঁস করলেন সিধু। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি জানালেন, কপিলের এই পরিচিতির পেছনে একমাত্র রয়েছে তাঁর অবদান। ইন্ডাস্ট্রিতে কপিলের পায়ের মাটি শক্ত করার জন্য তাঁকে যথেষ্ট সাহায্য করেছিলেন সিধু।

সাক্ষাৎকার সিধু বলেন, ‘কপিল শর্মা শোয়ে যুক্ত হওয়ার আগে আমি চ্যানেলের কাছে একটাই শর্ত রেখেছিলাম, যে বিশেষ অতিথি হিসেবে আমার জায়গা পাকা করে দিতে হবে। তবেই আমি অনুষ্ঠানের অংশ হব।’ কিন্তু কেন এই কথা বলেছিলেন সিধু?

সিধু বলেন, ‘শো শুরু হওয়ার আগে কপিল আমার কাছে এসে অনুরোধ করেছিলেন যাতে আমি অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হই। আমি যদি অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হই তবেই কপিল স্বাধীনভাবে কাজ করতে পারবে চ্যানেলে। কালার চ্যানেলের কথা রাজ নায়ক সাহেব এই শর্তেই কপিলকে শো শুরু করার অনুমতি দিয়েছিলেন।’

সিধু আরও বলেন, ‘রাজ চেয়েছিল কপিলের শোয়ে যোগদান করে আমি অনুষ্ঠানের টিআরপি বাড়াই। পরে এই ব্যাপারে আমরা আলোচনা করি এবং আমি রাজি হয়ে যাই অনুষ্ঠানে বিচারকের ভূমিকায় কাজ করতে। কপিলের পরিচিতি তৈরি হওয়ার জন্য আমার সাহায্য প্রয়োজন ছিল, যেটা আমি করতে রাজি হয়েছিলাম।’

প্রসঙ্গত, কমেডি সার্কাসে অংশগ্রহণ করলেও সেই সময় কপিলকে তেমনভাবে চিনতেন না কেউ। পরবর্তীকালে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ শো’ থেকে কপিলের পরিচিতি বাড়তে শুরু করে। সবশেষে সিধুর সহযোগিতায় ‘কপিল শর্মা শো’ অনুষ্ঠানের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন কপিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *