কয়েক কিলোমিটার দূরে গ্রেফতার ২২ রোহিঙ্গা

Spread the love

রাজ্যে ফের ধরা পড়ল রোহিঙ্গা। একজন দু’জন নয়, এবার উত্তর ২৪ পরগনার সীমান্তবর্তী এলাকা থেকে ২২ জন অনুপ্রবেশকারীকে ধরল পুলিশ। বাদুড়িয়া থানা এলাকা থেকে এদের গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। ধৃতরা বাংলাদেশে ফেরার চেষ্টা করছিল বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান।

জানা গিয়েছে, শুক্রবার উত্তর ২৪ পরগনার বসিরহাট পুলিশ জেলার বাদুড়িয়া থানা এলাকার শায়েস্তানগর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের লবঙ্গ গ্রামের মানুষজন একটি নির্মিয়মান বাড়িতে বেশ কয়েকজন অপরিচিতকে দেখতে পান। এর পরই খবর দেওয়া হয় পুলিশ। পুলিশ এসে জানতে পারে তারা সবাই রোহিঙ্গা। এদের মধ্যে বেশ কয়েকটি শিশুও রয়েছে। তাদের গ্রেফতার করে বাদুড়িয়া থানায় নিয়ে যায় পুলিশ।

জেরায় পুলিশ জানতে পেরেছে, ধৃতরা হায়দরাবাদে কাগজ কুড়ানির কাজ করত। তবে কী কারণে তারা বাদুড়িয়া এসেছিল তা নির্দিষ্ট করে বলতে পারেনি পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ধৃতরা বাংলাদেশে ফেরার চেষ্টা করছিল। সেজন্য সীমান্তবর্তী এলাকায় জড়ো হয়েছিল তারা।

রাজ্য সরকার নিষ্ক্রিয় থাকায় পশ্চিমবঙ্গের সীমান্তগুলিকে অনুপ্রবেশের করিডর হিসাবে ব্যবহার করছে বাংলাদেশি ও রোহিঙ্গারা। দীর্ঘদিন ধরে এই অভিযোগ করে আসছে বিজেপি। তাদের দাবি, শাসকদল তৃণমূলের মদতে হাতে ভারতীয় পরিচয়পত্রও পেয়ে যাচ্ছে এই অনুপ্রবেশকারীরা। তার পর তারা ছড়িয়ে পড়ছে গোটা দেশে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *