মাত্র ৫৩ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন ভারতীয় শিল্পপতি ও বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর। তার মৃত্যুর কারণ জানিয়েছেন চিকিৎসকরা।বৃহস্পতিবার (১২ জুন) মারা যান সঞ্জয়। মৃত্যুর আগে তিনি ভারতের গুজরাটে বিমান দুর্ঘটনা প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছিলেন।
তার কিছুক্ষণ পরই লন্ডনে আকস্মিক দুর্ঘটনায় মৃত্যু হয় তার। জানা যায়, লন্ডনের মাঠে পোলো খেলছিলেন সঞ্জয়। ঘোড়ার পিঠে চড়ে ম্যাচ খেলতে খেলতে আচমকা তার গলায় একটি মৌমাছি চলে যায়। তিনি ভুলবশত তা গিলেও ফেলেন।
এরপরই অসুস্থবোধ করতে শুরু করেন এ ব্যবসায়ী। দ্রুত তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা জানান, হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সঞ্জয়ের। তবে মৌমাছি থেকে হার্ট অ্যাটাক হয়েছে না কি স্ট্রেস থেকে হার্ট অ্যাটাক হয়েছে তা এখনও নিশ্চিত হতে পারেননি চিকিৎসকরা।
কারিশমার প্রাক্তন স্বামীর হঠাৎ মৃত্যুতে হতবাক নেটিজেনরা। শোক ছড়িয়ে পড়েছে বলিউড ইন্ডাস্ট্রিতেও। সঞ্জয়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই কারিশমার সঙ্গে দেখা করেছেন তার বোন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর ও তার স্বামী সাইফ আলি খান। অভিনেত্রীকে সান্ত্বনা জানিয়েছেন তার বান্ধবী বলিউড তারকা মালাইকা ও অমৃতা অরোরাও।

শিল্পপতি সঞ্জয় কাপুর প্রথমে ফ্যাশন ডিজাইনার নন্দিতা মাহতানিকে বিয়ে করেন। দাম্পত্য সুখ না থাকায় ২০০৩ সালে বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরকে বিয়ে করেন তিনি। কিন্তু ২০১৪ সালে তাদের বিয়ে ভেঙে যায়।সঞ্জয় ও কারিশমার সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
কারিশমার সঙ্গে বিচ্ছেদের পর মডেল প্রিয়া সচদেবের প্রেমে পড়েন তিনি। ২০১৭ সালে ভালোবেসে প্রিয়ার সঙ্গে তৃতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হন সঞ্জয় কাপুর।