করোনার উপসর্গ সোনাক্ষীর শরীরে

Spread the love

আবারও দেখা দিয়েছে করোনা ভাইরাসের হানা। সম্প্রতি ভারতসহ দেশেও আক্রান্ত হচ্ছে একাধিক মানুষ। এরইমধ্যে গুঞ্জন ভেসে এলো বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার করোনা আক্রান্তের খবর।

সোনাক্ষী সিনহার জ্বরের পাশাপাশি রয়েছে নানা উপসর্গ। তাই দেরি না করে করোনা পরীক্ষা করান তিনি। অভিনেত্রীর জ্বরে কাবু হওয়ার মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন স্বামী জহির ইকবাল।


জহিরের ধারণা ছিল, সোনাক্ষীর ভাইরাল জ্বরই হয়েছে। তাই রসিকতা করে ক্যাপশন লেখেন তিনি। কিন্তু সাবধানতা বজায় রাখতে করোনা পরীক্ষা করান অভিনেত্রী, কারণ ফের মাথা চাড়া দিয়ে উঠছে এই ভাইরাস।

অভিনেত্রীর জ্বরে কাবু হওয়ার মুহূর্ত সমাজমাধ্যমে ভাগ করে নেন স্বামী জহির ইকবাল। ভিডিওতে দেখা যাচ্ছে, হলুদ রঙের তোয়ালে মাথায় ও শরীরে জড়িয়ে বসে আছেন অসুস্থ সোনাক্ষী। কাশতে কাশতে গরম পানিতে ভাপ নিচ্ছেন তিনি।

স্ত্রীকে এই অবস্থায় দেখেও মশকরা শুরু করেন জহির। তার পরে সোনাক্ষীকে আদুরে ভঙ্গিতে নিজের বাহুডোরে বেঁধে নেন। ভিডিওটি শেয়ার করে জহির লেখেন, ‘এই মেয়েটা ভাইরাল হয়ে গেছে।’


করোনা পরীক্ষার রিপোর্টও নিজেই ভাগ করে নিয়েছেন সমাজমাধ্যমে। রিপোর্টে স্পষ্ট, সোনাক্ষী করোনা আক্রান্ত নন। এই ফলাফল দেখে স্বস্তি পেয়েছেন অভিনেত্রীর অনুরাগীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *