করোনা আক্রান্ত উত্তরবঙ্গ মেডিক্যালের চিকিৎসক

Spread the love

দেশজুড়ে ফের বাড়ছে করোনা সংক্রমণ। রাজ্যেও একে একে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এবার করোনায় আক্রান্ত হলেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (এনবিএমসিএইচ) ফিজিওলজি বিভাগের এক সিনিয়র চিকিৎসক। করোনার নতুন ঢেউয়ে শিলিগুড়িতে এটিই প্রথম আক্রান্তের ঘটনা বলে জানাচ্ছে স্বাস্থ্য বিভাগ।

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, গত সোমবার চিকিৎসকের মধ্যে সর্দি-কাশির উপসর্গ দেখা দেওয়ার পর তাঁর কোভিড পরীক্ষা করা হয়। হাসপাতালেই করা সেই পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। রিপোর্ট হাতে পাওয়ার আগেই তিনি হাসপাতালে ডিউটি করেছেন। তারপরেই উদ্বেগ বেড়েছে। কারণ ওই চিকিৎসক একাধিক বিভাগ ঘুরেছেন এবং সহকর্মী ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের সংস্পর্শে এসেছেন। এমনকী, হাসপাতালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও সুপারিনটেনডেন্টের সঙ্গেও তাঁর সংস্পর্শে এসেছিলেন বলে জানা গিয়েছে। পাশাপাশি, তিনি একটি বেসরকারি চেম্বারেও রোগী দেখেছেন। ফলে অন্যান্যদের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

জানা যাচ্ছে, বর্তমানে ওই চিকিৎসক নিজের বাড়িতেই আইসোলেশনে রয়েছেন।তবে সংক্রমণের আশঙ্কা থাকলেও এখনও পর্যন্ত চিকিৎসকের সংস্পর্শে আসা ব্যক্তিদের চিহ্নিত করা শুরু হয়নি বলে জানা যাচ্ছে। শিলিগুড়ির মেয়র গৌতম দেব জানান, মেডিক্যালের সম্প্রতি রোগী কল্যাণ কমিটির বৈঠকে কোভিড টেস্ট বাড়ানো নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, সব বিভাগকে রাজ্য সরকারের জারি করা স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশে করোনা আক্রান্তের সংখ্যায় ৪ হাজার পার করেছে। এছাড়াও বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। সোমবার বাংলাতেও একজনের মৃত্যু হয়েছে।এই পরিস্থিতিতে উদ্বেগ বেড়েছে। প্রশাসনের তরফে মানুষকে মাস্ক পরতে এবং সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

এদিকে, করোনা বৃদ্ধি পাওয়ায় পর্যটন শিল্পেও তার প্রভাব পড়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। দার্জিলিংয়ের এক হোটেল ব্যবসায়ী জানান, কোভিড সংক্রমণ বাড়লে লোকজন ভ্রমণ পরিকল্পনা বাতিল করতে পারে। ফলে আয় মুখ থুবড়ে পড়তে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *