কর্মজীবী মায়েদের প্রসঙ্গ তুলে দীপিকার পাশে দাঁড়ালেন অজয়

Spread the love

‘অ্যানিম্যাল’ খ্যাত পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা এবং দীপিকার মধ্যে চলা সমস্যার কথা এখন কারোও অজানা নয়। ২০ কোটি টাকা পারিশ্রমিক চাওয়ায় দীপিকাকে বাদ দিয়ে একমাত্র ৪ কোটি টাকার বিনিময়ে তৃপ্তিকে ছবিতে কাস্ট করেছেন পরিচালক। তবে শুধুমাত্র পারিশ্রমিক নয়, আরও একটি কারণে দীপিকাকে ছবি থেকে বাদ দিয়ে দিয়েছেন পরিচালক।

মা হওয়ার পর দীপিকা ৮ ঘন্টার বেশি কাজ করতে নারাজ, ৮ ঘন্টার বেশি তিনি কাজ করবেন না এই মর্মে তিনি সিনেমাটিতে কাজ করার জন্য রাজি হয়েছিলেন। তবে দীপিকার এই কথা একেবারেই মানতে নারাজ ছিলেন পরিচালক। দীপিকার এই শর্তগুলিকে শুধুমাত্র নারীবাদী বলে দাগিয়ে দিয়ে তাঁকে ছবি থেকে বাদ দিয়ে দেন সন্দীপ।

তবে দীপিকার ৮ ঘন্টার কাজের বিষয়টিকে পরিচালক যতই নারীবাদ বলে আখ্যা দিন না কেন, এই ব্যাপারে এবার দীপিকার পাশেই দাঁড়ালেন অজয় দেবগন। সম্প্রতি ‘মা’ ছবির ট্রেলার লঞ্চে উপস্থিত ছিলেন অজয় দেবগন এবং কাজল। অনুষ্ঠানে কর্মরত মায়েদের আট ঘন্টা কাজের ব্যাপারে জিজ্ঞাসা করায় কাজল বলেন, ‘আমার মনে হয় এটা খুব ভালো প্রস্তাব।’

তবে কাজল আরও কিছু বলার আগেই তাঁকে থামিয়ে দিয়ে অজয় বলেন,’ এতে খারাপ কিছু নেই। বেশিরভাগ সৎ চলচ্চিত্র নির্মাতাদের এই প্রস্তাবে অসুবিধা হওয়ার কথা নয়। যে কোনও ক্ষেত্রেই মায়েরা ৮ থেকে ৯ ঘন্টার শিফটে কাজ করেন। এটাই স্বাভাবিক।’

প্রসঙ্গত, দীপিকার ছবি থেকে চলে যাওয়ার পরে পরিচালক দাবি করেন, অভিনেত্রী নাকি ছবির স্ক্রিপ্ট লিক করে দিয়েছেন। দীপিকাকে উদ্দেশ্য করে তিনি লেখেন, ‘এটাকেই বোধহয় নারীবাদী বলে। একটা ছবি বানানোর জন্য একজন পরিচালকের পরিশ্রম বুঝতে পারবেন না আপনারা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *