কলকাতায় জন্ম নিল তেজস্বী যাদবের সন্তান

Spread the love

গতকাল কলকাতায় পা রেখেছিলেন আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব। তবে কেন কলকাতা সফর তা কেউ বুঝতে পারছিলেন না। আজ, মঙ্গলবার সকালে গোটা বিষয়টি পরিষ্কার হয়ে গেল। লালুপ্রসাদ যাদবের পরিবারে আজ এসেছে খুশির হাওয়া। দু’‌দিন আগেই কঠিন পদক্ষেপ করতে হয়েছে লালুপ্রসাদ যাদবকে। তাই এবার দাদু হয়ে খুব খুশি আরজেডি সুপ্রিমো। কলকাতার এক হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন লালুপ্রসাদের ছোট ছেলে তেজস্বী যাদবের স্ত্রী রাজশ্রী। আজ মঙ্গলবার সকালে সেটা পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

এদিকে রবিবার, তেজ প্রতাপকে ‘দায়িত্বজ্ঞানহীন’ এবং পারিবারিক মর্যাদা ক্ষুণ্ণ করার অভিযোগ তুলে দল থেকে ছয় বছরের জন্য বহিষ্কার করেছেন আরজেডি প্রধান লালুপ্রসাদ। তাতে মন ছিল ভারাক্রান্ত। কিন্তু কলকাতায় ফুটফুটে সন্তানের জন্ম হয়েছে। দ্বিতীয়বার বাবা হলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। কলকাতার বেসরকারি হাসপাতালে আজ সকালেই সন্তানের জন্ম দিয়েছেন তেজস্বীজায়া রাজশ্রী। তাতে খুশি দাদু লালু। আর এই খবর পেয়েই আজ দুপুরে সদ্যোজাতকে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সদ্য মা–বাবাকে জানালেন শুভেচ্ছাও।

অন্যদিকে আজ হাসপাতালে সদ্যজাতকে দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখা করেন লালু প্রসাদ এবং তেজস্বীর সঙ্গেও। বেশ কিছুক্ষণ কথা হয় তাঁদের মধ্যে। হাসপাতাল থেকে বেরিয়ে এসে বাংলার মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি খুব খুশি। মা এবং শিশু দুজনেই ভাল আছে। বাচ্চা দেখতে খুব সুন্দর হয়েছে। আসলে মাকেও এত সুন্দর দেখতে বাচ্চা তো সুন্দর হবেই।’ লালুপ্রসাদ যাদবের পর আরজেডি নেতা তেজস্বীর সঙ্গে বেশ সখ্য রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। সামনে বিহার বিধানসভার নির্বাচন। তা নিয়ে কোনও কথা হয়েছে কিনা সেটা জানা যায়নি। আজ হাসপাতালে লালুর গোটা পরিবারই উপস্থিত ছিলেন। তাঁদের সঙ্গে দেখা করে শুভেচ্ছা বিনিময় করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তাছাড়া ২০২১ সালে লালুপ্রসাদের ছোট ছেলে তেজস্বীর সঙ্গে বিয়ে হয় রাজশ্রীর। আর ২০২৩ সালে তাঁদের এক কন্যাসন্তান হয়। এবার তাঁদের ঘরে এল পুত্রসন্তান। তেজস্বী তাই এক্স হ্যান্ডলে লেখেন, ‘সুপ্রভাত, অবশেষে প্রতীক্ষার অবসান। আমাদের ছোট সন্তানের আসার খবর ঘোষণা করে অত্যন্ত খুশি, আনন্দিত। জয় হনুমান।’ নাতিকে দেখতে কলকাতায় এসেছেন লালুও। আর বাংলার মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, ‘‌বাচ্চাটি খুবই সুন্দর হয়েছে। শুভকামনা, শান্তি নিয়ে ও এসেছে। আমি দেখে গেলাম। সকলের সঙ্গে দেখা হয়েছে। খুব খুশি। ওঁদের পরিবারে নতুন সদস্য এসেছে। আমার আন্তরিক শুভেচ্ছা রইল।’‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *