কসবার আইন কলেজে ‘গণধর্ষণ’

Spread the love

কসবার আইন কলেজে গণধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে গোটা রাজ্য জুড়ে ফের শোরগোল উঠেছে। অভিযুক্ত মনোজিৎ মিশ্র তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে যুক্ত ছিলেন বলে খবর। আর এবার সেই গণধর্ষণের অভিযোগের তদন্তে কমিটি তৈরি করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা।

বিজেপি এমপি সম্বিত পাত্র গোটা বিষয়টি নিয়ে জানিয়েছেন। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, সম্বিত পাত্র জানিয়েছেন, বিজেপি প্রেসিডেন্ট জেপি নড্ডা কমিটি তৈরি করেছেন। সেই কমিটির সদস্যরা এলাকায় যাবেন ও তদন্ত করবেন। কারা থাকছেন সেই কমিটিতে? 

সম্বিত পাত্র জানিয়েছেন সেই কমিটিতে রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রাক্তন পুলিশকর্তা সতপাল সিং, মীনাক্ষী লেখি, সাংসদ বিপ্লব কুমার দেব ও মানান কুমার মিশ্র।তিনি জানিয়েছেন, জেপি নড্ডা এই জঘন্য ঘটনার কথা শুনে একটি কমিটি তৈরি করেছেন। এই কমিটি তদন্ত করবে। চারজনকে নিয়ে এই কমিটি তৈরি করা হয়েছে।

সূত্রের খবর, বিজেপির চার সদস্যের কমিটি দ্রুত কলকাতায় এসে ওই আইন কলেজে যাবে। তাঁরা ক্রাইম সিনে যাবেন, তদন্ত করবেন ও দলের সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার কাছে রিপোর্ট জমা দেবেন। অন্যদিকে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল ইতিমধ্য়েই জানিয়ে দিয়েছেন, তাঁরা কসবাকাণ্ডে সিবিআই তদন্ত চাইছেন না। তাঁরা চাইছেন রাজ্য পুলিশই এই ঘটনার তদন্ত করুক। 

প্রসঙ্গত কসবার আইন কলেজের মধ্য়েই এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযোগ পাওয়ার পরেই তদন্তে নামে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *