কসবা ল’ কলেজের ধর্ষকের ছবি প্রকাশ করলেন শুভেন্দু

Spread the love

কসবা ল’ কলেজের ভিতরে ছাত্রীকে গণধর্ষণে অভিযুক্ত TMCP নেতা মনোজিৎ মিশ্রকে আড়াল করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। অভিযোগ, FIRএ অভিযোগকারীনিকে দিয়ে অভিযুক্তের নাম মুছে M লিখতে বাধ্য করেছে পুলিশ। যদিও মনোজিতের ফেসবুক পেজে একের পর এক তৃণমূল নেতার সঙ্গে ছবি প্রকাশ্যে এসেছে। এমনকী ‘কালীঘাটের কাকুর ভাইপো’র সঙ্গে মনোজিতের ছবি প্রকাশ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

অভিযোগ, কসবা ল’ কলেজে মনোজিতের অনুমতি ছাড়া গাছের পাতাও নড়ত না। একাধিক তাবড় তৃণমূল নেতার হাত ছিল তাঁর মাথায়। সেই তালিকায় নাম রয়েছে TMCP সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের। একাধিক তৃণমূল নেতার সঙ্গে ছবি প্রকাশ্যে এসেছে মনোজিতের। তার মধ্যে রয়েছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, কাউন্সিলর দেবাশিস কুমার। যদিও মনোজিতের সঙ্গে তাদের যোগাযোগ অস্বীকার করেছে তৃণমূল। মনোজিৎ তাঁর সোশ্যাল মিডিয়া পেজে নিজেকে দক্ষিণ কলকাতা TMCPর সাধারণ সম্পাদক বলে উল্লেখ করলেও তৃণাঙ্কুরের দাবি, ২০২২ সালে যে জেলা কমিটি ঘোষণা করা হয়েছিল তাতে মনোজিতের নাম নেই।

এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে ঘরের মধ্যে সান গ্লাস পরা এক যুবকের সঙ্গে আরেক যুবককে কথা বলতে দেখা যাচ্ছে। ঘরের মধ্যে সানগ্লাস পরা যুবক বসে রয়েছেন একটি দামি চেয়ারে। পাশে দাঁড়িয়ে রয়েছেন অন্য যুবক। এই ছবির ওপরে লেখা, কসবা ল’ কলেজের ধর্ষণকারীর সঙ্গে ‘কালীঘাটের কাকুর ভাইপো’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *