সম্প্রতি ‘হাউসফুল ৫’ ছবিতে অভিনয় করে আরও একবার প্রশংসা কুড়িয়েছেন চাঙ্কি পান্ডে। তবে একটা সময় ছিল যখন হাতে একটিও কাজ ছিল না, কাজের জন্য বেশ কয়েকটি বছর বাংলাদেশেও কাটাতে হয়েছিল অভিনেতাকে। মোটা অঙ্কের অর্থের বিনিময়ে একবার যোগদান করতে হয়েছিল অজানা ব্যক্তি শেষকৃত্য অনুষ্ঠানেও।
সম্প্রতি বলিউড বাবলস এর সঙ্গে একটি সাক্ষাৎকারে অভিনেতা জানান, কীভাবে কিছু টাকার জন্য তাঁকে অজানা ব্যক্তির শেষকৃত্যে যোগদান করতে হয়েছিল। যদিও প্রথম থেকে ব্যাপারটি তিনি জানতেন না। শুধুমাত্র সাদা পোশাক পরে তিনি পৌঁছে গিয়েছিলেন অনুষ্ঠানে, পরে বুঝতে পেরেছিলেন আসল ঘটনা কি।
চাঙ্কি বলেন, ‘সেই সময় সিনেমা অথবা অনুষ্ঠানের যোগদান করা ছাড়া আর অন্য কোনও উপায়ে অর্থ উপার্জন করা যেত না। instagram youtube বা অন্য কোনও মাধ্যম ছিল না, যার সাহায্যে মানুষ অর্থ উপার্জন করতে পারবে। তখনকার সময়টা ছিল একেবারে অন্যরকম।’
অভিনেতা বলেন, ‘একবার আমাকে একজন ইভেন্ট আয়োজক ফোন করেছিলেন, যিনি ১০ মিনিটের জন্য একটি অনুষ্ঠানে যোগদান করতে বলেছিলেন আমাকে। অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমাদের সাদা পোশাক পরে যেতে বলেছিলেন। আমি ভেবেছিলাম হয়তো এটাই নিয়ম। আমিও তাই করি।’
অভিনেতা আরও বলেন, ‘অনুষ্ঠানে পৌঁছে আমি দেখতে পাই প্রচুর ভিড় জমায়েত হয়েছে। প্রথমে ভেবেছিলাম একটি বড় অনুষ্ঠান হয়তো, পরে ভিতরে গিয়ে দেখি একটি মৃতদেহ পড়ে রয়েছে। প্রথমে ভেবেছিলাম আয়োজক হয়তো মারা গিয়েছেন, কিন্তু হঠাৎ অনুষ্ঠানের আয়োজক আমার কাছে এসে বলেন, আমি যদি কান্নাকাটি করি তাহলে আরও টাকা পাব আমি।’

স্মৃতি রোমন্থন করতে গিয়ে অভিনেতা বলেন, ‘সেই দিন আমার ভীষণ রাগ হয়েছিল। আমি কি করবো বুঝতে পারছিলাম না। অন্য একজন অভিনেতাকে আমি দেখছিলাম হাউ হাউ করে কাঁদতে, তিনি ৫০ হাজার টাকা পেয়েছিলেন। পরে আয়োজকের কাছ থেকে জানতে পারি আসল ঘটনা কি।’
সবশেষে অভিনেতা বলেন, ‘যে ব্যক্তি মারা গিয়েছিলেন তিনি ঋণে জর্জরিত ছিলেন। ওঁর পরিবারের সদস্যদের ভয় ছিল, পাওনাদাররা বাড়িতে এসে টাকা ফেরত চাইবেন। মৃত ব্যক্তির বাড়ির সকলে সবাইকে জানিয়ে দিয়েছিলেন, একটি ছবি প্রযোজনা করার জন্য টাকা ধার করেছিলেন ওই ব্যক্তি আর তাই বলিউডের বেশ কয়েকজন অভিনেতাকে ডাকা হয়েছিল অনুষ্ঠানে, যাতে ব্যাপারটা বিশ্বাসযোগ্য হয়।’