কাদম্বিনীর পর এবার ‘রানি ভবানী’কে নিয়ে টানাটানি

Spread the love

কিছু বছর আগে বাংলার প্রথম মহিলা চিকিৎসক কাদম্বিনী দেবীকে নিয়ে টানাটানি শুরু হয়েছিল দুই চ্যানেলের। জি বাংলা এবং স্টার জলসা দুই চ্যানেলে একই সঙ্গে শুরু হয় কাদম্বিনী দেবীকে নিয়ে সিরিয়াল। এবার সেই এক কাণ্ড ঘটল রানী ভবানীকে নিয়ে।

কী ঘটেছে?

৪ মে, রবিবার রাতে জি বাংলার তরফে ঘোষণা করা হয় রাণী ভবানী ধারাবাহিকের কথা। যদিও মুখ্য ভূমিকায় কাকে দেখা যাবে, কবে থেকে এই মেগা শুরু হবে কিছুই জানানো হয়নি। খালি লেখা হয়, ‘রাণী রাসমণি পর, বাংলার অন্য এক মহীয়সী নারীর গল্প এবার জি বাংলায়। আসছে রাণী ভবানী।’ সঙ্গে একটি টিজার ভিডিয়ো শেয়ার করা হয়। আর এই ঘটনার ঠিক একদিনের মাথায় স্টার জলসাও ঘোষণা করল যে তাঁরাও রানী ভবানীকে নিয়ে আসছেন।

এদিন স্টার জলসার তরফে যে প্রোমো ভিডিয়ো প্রকাশ্যে আনা হয়েছে সেখানে দেখা যাচ্ছে লেখা রয়েছে, ‘নাটোরের রানি ভবানী।’ সঙ্গে রানী ভবানীর নামে জয়ধ্বনি চলছে। আর নেপথ্যে এক ব্যক্তিকে বলতে শোনা যাচ্ছে ‘মা ভবানীর আশীর্বাদে এক সাধারণ মেয়ের দুঃসাহসিক যাত্রার গল্প। সে আর কেউ নয়, রাজ রাজেশ্বরী রানি ভবানী।’

এদিন এই প্রোমো প্রকাশ্যে আসতেই হাসাহাসি শুরু নেটপাড়ায়। এক ব্যক্তি একসঙ্গে দুই চ্যানেলকে কটাক্ষ করে লেখেন, ‘যখনই শুনেছেন এটা নিয়ে সিনেমা তৈরি হচ্ছে তখনই সিরিয়াল চলে এল। কতটা হিংসা আপনাদের চিন্তা করুন। ডাহা ফ্লপ হোক ঈশ্বরের কাছে প্রার্থনা করি।’ কেউ আবার লেখেন, ‘আবার সেই কাদম্বিনীর মতো একই গল্পের দুই সিরিয়াল।’ কেউ আবার জলসাকে ‘কপি পেস্ট ঝলসা’ বলেও দাগিয়ে দেন।

তবে জির মতো স্টার জলসাও ঘোষণা করেনি যে তাঁদের এই মেগায় কাকে দেখা যাবে। টোয়েন দর্শকরা তিয়াসা লেপচাকে দেখতে চাইছেন। কেউ আবার বলেছেন সোনামণি সাহা এবং প্রতীক সেনকে নাকি দেখা যাবে। যদিও শেষ পর্যন্ত কোন অভিনেতা, অভিনেত্রীকে দেখা যাবে এই মেগায় সেটা সময়ই উত্তর দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *