কার্ল মার্ক্স-লেনিনের মতো কৃষ্ণকে দেখতে চান নচিকেতা

Spread the love

নচিকেতা চক্রবর্তীর নতুন গান কৃষ্ণ তোমার সঙ্গে যাব মুক্তি পেয়েছে কিছুদিন আগেই। তাঁর এই গানে উঠে এসেছে কলকাতার কথা। এই গান প্রসঙ্গে কথা বলতে গিয়েই নচিকেতা জানিয়েছেন বরাবরের মতোই বর্তমান সময়ে বিশ্বের সমস্ত সমস্যার সমাধান করার জন্য কৃষ্ণকে দরকার যিনি ঈশ্বর নন। বরং তিনি একজন গণতান্ত্রিক নায়ক। এদিন গায়ক আরও জানান তিনি কৃষ্ণকে ভগবান হিসেবে মানেন না। কিন্তু কেন? কোন দর্শন জুড়ে রয়েছে তাঁর এই গানের সঙ্গে?

কী জানিয়েছেন নচিকেতা?

এদিন আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে নচিকেতা চক্রবর্তী জানিয়েছেন তাঁর কাছে কৃষ্ণ একজন কর্মযোগী মানুষ, তিনি তাঁকে ঈশ্বর বলে জানেন না। বরং কৃষ্ণ তাঁর কাজের জন্যই ঈশ্বর হয়ে উঠেছেন। নচিকেতার কথায়, ‘কৃষ্ণের যে প্রবল ক্ষমতা সেটা যে আসলে ঐশ্বরিক ক্ষমতার সমতুল্য সেটা প্রমাণ করার জন্য নানা রকমের গল্প রয়েছে।’ গায়কের দাবি এই গল্পগুলো ব্রাহ্মণরা ছড়িয়েছেন, যদিও কৃষ্ণ নিজে ব্রাহ্মণ না ক্ষত্রিয় সেটা স্পষ্ট নয়। এদিন নচিকেতা চক্রবর্তী আরও জানিয়েছেন তিনি কৃষ্ণভক্ত। কিন্তু তিনি কোনও পুজো করেন না।

কিন্তু গানে গানে কৃষ্ণকে কলকাতায় আসতে বলেছেন কেন নচিকেতা? এই বিষয়ে তাঁর মত তাঁর প্রিয় শহর হল এই কলকাতা। আবার এটাই তাঁর দেখা সবথেকে নোংরা শহর। কিন্তু তাও তিনি তাঁর সমস্ত কিছুতেই কলকাতাকেই চান। তাই এমন অবস্থায় যেখানে গোটা বিশ্বে অশান্তি চলছে, সেখানে তিনি চেয়েছেন সবার আগে তাঁর শহর পরিষ্কার হোক, আর সেটার জন্যই প্রয়োজন কৃষ্ণকে। যদিও নচিকেতার দাবি, তিনি এখানে কৃষ্ণ বলতে চাণক্যের মতো কাউকে বুঝিয়েছেন। এরপরই নচিকেতা বলেন কৃষ্ণ একজন বামপন্থীও হতে পারেন। গায়কের কথায়, ‘একসময় আমি নিজে বামপন্থী ছিলাম, এখনও তাই আছি। আমি কৃষ্ণকে সেই ভাবে দেখতে চাই যেভাবে আমি কার্ল মার্ক্স, লেনিনকে দেখেছি।’ তাঁর মতে কৃষ্ণকে হতে পারেন একজন আরণ্যক ছিলেন যাঁকে ঈশ্বর বানিয়েছেন দক্ষিণপন্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *