কালীগঞ্জ উপ নির্বাচনে প্রার্থী ঘোষণা করল তৃণমূল

Spread the love

নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। সেখানে প্রয়াত বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের কন্যা আলিফা আহমেদেকে প্রার্থী করল তৃণমূল। প্রার্থী হওয়ার দৌড়ে আলিফা যে এগিয়ে রয়েছেন তা আগেই জানিয়েছিল হিন্দুস্তান টাইমস।

কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে আগামী ১৯ জুন কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ। ২৩ জুন ভোটগণনা। আর উপনির্বাচন ঘোষণা হতেই সবার আগে প্রার্থী ঘোষণা করল তৃণমূল। তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ প্রয়াত বিধায়ক নাসিরুদ্দিনের কন্যা। তৃণমূলের দাবি, তিনি উচ্চশিক্ষিত। তিনি জেলা পরিষদের সদস্য ছিলেন। বাবার সঙ্গে সমাজসেবামূলক কাজ করেছেন বলেও দাবি তৃণমূলের।

গত বিধানসভা নির্বাচনে কালীগঞ্জে বিপুল ভোটে বিজেপি প্রার্থীকে হারিয়েছিলেন নাসিরউদ্দিন। প্রায় ৫২ শতাংশ ভোট পেয়েছিলেন তিনি। বিজেপি প্রার্থী পেয়েছিলেন ৩০ শতাংশ ভোট।

কালীগঞ্জ উপনির্বাচনকে তেমন গুরুত্ব দিচ্ছে না বিজেপি। দিন কয়েক আগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘উপ নির্বাচনের নামে তৃণমূল এখানে কী করে সে তো আপনারা জানেন। তার ওপরে কালীগঞ্জে ৫৬ শতাংশ মুসলিম ভোটার। তার মধ্যেও আমাদের দলের কর্মীরা লড়াই করবেন। তবে বিধানসভা নির্বাচনের ১ বছর আগে উপ নির্বাচন করানোর দরকার ছিল না। নতুন বিধায়কের শপথ নিয়ে কাজ শুরু করতে করতে জুলাই মাস হয়ে যাবে। তবে কমিশনের কিছু বাধ্যবধকতা থাকে। ৬ মাসের বেশি কোনও আসন খালি রাখা যায় না।’

গত ১ ফেব্রুয়ারি কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরুদ্দিন আহমেদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *