কালী সেজে ক্রুশ হাতে আপত্তিকর অঙ্গভঙ্গি

Spread the love

ভারতীয় বংশোদ্ভূত র‍্যাপার জেনেসিস ইয়াসমিন মোহনরাজ, যিনি টমি জেনেসিস নামেও বহুল পরিচিত, সম্প্রতি একটি মিউজিক ভিডিয়োয় মা কালী সেজে হাতে যীশু খ্রীষ্টের ক্রুশ নিয়ে আপত্তিকর অঙ্গী-ভঙ্গি করায় ক্ষোভের মুখে পড়েছেন তিনি।

ভিডিয়োয় গায়িকাকে সারা শরীরে নীল রঙ মেখে, সোনার গয়না পরে হিন্দু দেবীর মতো সেজে থাকতে দেখা যায়। শুধু তাই নয়, হাতে যীশুখ্রীষ্টের ক্রস নিয়ে বিভিন্ন আপত্তিকর অঙ্গীভঙ্গি করতে দেখা যায়, যাতে দুই ধর্মকেই অপমান করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

ভিডিয়োর একটি মুহূর্তে দেখা যাচ্ছে তিনি ক্রুশ জিভ দিয়ে চাটছেন, কখনও আবার পিঠের কাছে নিয়ে এসে পোজ দিচ্ছেন। কখনও গোপনাঙ্গের কাছে নিয়ে যাচ্ছেন ক্রুশ, কখনও আবার স্তনের কাছে চেপে ধরছেন। সব মিলিয়ে গোটা ব্যাপারটিকে ভীষণ খারাপ চোখেই দেখেছেন সকলে। অসম্মানজনক এই ফটোশুট দেখে গায়িকার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন নেটিজেনরা।

গায়িকার এইরকম নিন্দনীয় ভিডিয়ো দেখে নেট দুনিয়ার বাসিন্দাদের কটাক্ষ, শর্টকাট খুঁজে ভাইরাল হতে গিয়ে কোনও হুশ নেই। ভীষণ নিন্দনীয় একটি বিষয়। এই গোটা ব্যাপারটিতে শুধু হিন্দু ধর্মালম্বীরা নয়, ক্ষোভে ফেটে পড়েছেন খ্রিস্টানরাও।

অনেকে এই ব্যাপারটিকে ‘সস্তা স্টান্ট’ বলেও অভিহিত করেছেন। যদিও এর আগেও অনেককে ধর্মকে শিখন্ডি করে ভাইরাল হতে দেখা যায়, তবে এমন ঘটনা বোধহয় ইন্টারনেটে নতুন।

উল্লেখ্য, তামিল এবং সুইডিশ বংশোদ্ভূত এই কানাডিয়ান র‍্যাপারকে একসময় ড্যাজেড ম্যাগাজিন “ইন্টারনেটের সবচেয়ে বিদ্রোহী আন্ডারগ্রাউন্ড র‍্যাপ কুইন” বলে অভিহিত করেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *