কাল ভেঙেছিল ‘লৌহ কপাট’! আজ ভাঙল ব্যারিকেড

Spread the love

খোয়া গিয়েছে নিজেকে প্রমাণ করে অর্জন করা চাকরি। সেই চাকরি ফেরাতেই মরিয়া আন্দোলন শুরু করেছেন এসএসসি-র বাতিল হয়ে যাওয়া ২০১৬ সালের প্যানেলভুক্ত চাকরিহারা ‘যোগ্য’ শিক্ষক শিক্ষিকারা।

গতকাল (বৃহস্পতিবার – ১৫ মে, ২০২৫) মধ্যদিবস থেকেই চাকরি ফেরানোর দাবিতে সল্টলেকে বিকাশ ভবনের সামনে জমায়েত, অবস্থান বিক্ষোভ শুরু করেন তাঁরা। যা ঘিরে দফায় দফায় উত্তেজনা ছড়ায়। সেই আবহ বজায় থাকে রাত পর্যন্ত। ছবিটা আজও (শুক্রবার – ১৬ মে, ২০২৫) খুব বেশি বদলায়নি। শেষ পাওয়া খবর অনুসারে, বিকাশ ভবনের সামনে অবস্থান বিক্ষোভ জারি রেখেছেন চাকরিহারা ‘যোগ্য’ শিক্ষক শিক্ষিকারা।

গতকাল বিকাশ ভবনের মূল লোহার ফটক ভেঙে ফেলা হয়েছিল। ফটক ভেঙে বিকাশ ভবনের ভিতরে ঢুকে পড়ার অভিযোগ উঠেছিল আন্দোলনকারীদেরই একাংশের বিরুদ্ধে। গতকালই দেখা গিয়েছিল, ভাঙা গেট বেঁধে রাখা হয়েছে সবুজ রঙের দড়ি দিয়ে। আর, আজ সেখানেই বিরাট ব্যারিকেড বেঁধেছিল পুলিশ। কিন্তু, চাকরিহারারা সেই ব্যারিকেডও ভেঙে সরিয়ে দেন। এ নিয়ে নতুন করে উত্তেজনা ছড়ায়।

বিকাশ ভবনের সামনে মোতায়েন করা পুলিশবাহিনীর সামনেই বসে পড়েন আন্দোলনকারীরা। হকের চাকরি ফেরানোর দাবিতে শুরু করেন স্লোগান। পুলিশের আচরণের বিরুদ্ধে আওয়াজ তুলতে শোনা যায় তাঁদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *