কাশ্মীরের পর এবার পশ্চিমবঙ্গ

Spread the love

২০২২ সালে মুক্তি পেয়েছিল ‘দ্য কাশ্মীর ফাইলস’, যে ছবিটি নিয়ে তুমুল চর্চা হয়েছিল নেট দুনিয়া জুড়ে। এবার মুক্তি পেতে চলেছে ‘দ্য বেঙ্গল ফাইলস’। বহু প্রতীক্ষিত ছবির টিজার মুক্তি পেল আজ। ছবি মুক্তির তারিখও ঘোষণা করলেন পরিচালক।

আজ বৃহস্পতিবার অর্থাৎ ১২ জুন পরিচালক বিবেক অগ্নিহোত্রী X হ্যান্ডেলে ‘দ্য বেঙ্গল ফাইলস’ ছবির টিজার প্রকাশ্যে নিয়ে এসেছেন। টিজার পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, দ্য কাশ্মীর ফাইলস এবং দ্য তাসখন্দ ফাইলসের নির্মাতাদের পক্ষ থেকে এবার আসছে দ্য বেঙ্গল ফাইলস। যদি কাশ্মীর আপনাকে দুঃখ দিয়ে থাকে, তাহলে বাংলা আপনাকে ভয় দেখাবে। ৫ সেপ্টেম্বর ২০২৫ মুক্তি পাবে ছবিটি।

টিজারটি শুরু হতেই একটি কণ্ঠস্বর শুনতে পাওয়া যায় যিনি বলেন, আমি একজন কাশ্মীরি পণ্ডিত তাই আমি বলতে পারি বাংলা আরও একটি কাশ্মীরে পরিণত হতে চলেছে। তারপরেই একে একে দেখতে পাওয়া যায় সিনেমায় কারা কারা অভিনয় করছেন এবং তাঁদের চরিত্রের নাম।

সিনেমায় অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, অনুপম খের, পল্লবী জোশি, বাবু মান, বোধিসত্ব শর্মা, নামসি চক্রবর্তী, রিচার্ড কিপ, শুভঙ্কর দাস সহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *