‘কাসাবের আন্ডা সেলে রাখা হয় আমাকে, এমন ব্যবহার করত যেন আমি…’

Spread the love

সুরজ পাঞ্চোলির জীবনে একাধিক উত্থান-পতন। মাত্র ২১ বছর বয়সে তাঁকে কারাগারে যেতে হয়েছিল। প্রেমিকা জিয়া খানের আত্মহত্যায় ‘প্ররোচনা দেওয়া’র অভিযোগ তাঁকে গ্রেফতার করা হয়েছিল। বর্তমানে নতুন করে কেরিয়ারে ফোকাস করেছেন আদিত্য পাঞ্চোলির পুত্র। তাঁর সিনেমা ‘কেশরিবীর’ মুক্তি পেলেও, বক্স অফিসে সাফল্য পায়নি। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জেলবন্দি জীবনের ভয়ানক অভিজ্ঞতা ভাগ করলেন তিনি।

জেলবন্দি জীবনের অভিজ্ঞতা

সুরজ পাঞ্চোলি ‘হিন্দি রাশ’ পডকাস্টে তাঁর কারাগারের অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, ‘সব কিছুই যেন ধোঁয়াশার মতো। আমি তখন মাত্র ২১ বছরের ছিলাম। আমাকে অর্থার রোড জেলে পাঠানো হয়েছিল এবং ‘আন্ডা সেল’ (একক কারাবাসের কক্ষ)-এ রাখা হয়েছিল। আমি সেই কক্ষে ছিলাম, যেখানে কসাবকে রাখা হয়েছিল। আমার সঙ্গে এমন ব্যবহার করা হচ্ছিল, যেন আমি বোমা বিস্ফোরণ ঘটিয়েছি।’

সুরজ আরও বলেন, ‘আমাকে কসাবের সেলে রাখা হয়েছিল। আমার কাছে কোনো বালিশও ছিল না। আমি খবরের কাগজের উপর শুয়ে থাকতাম। আমার সঙ্গে এমন ব্যবহার করা হত, যেন আমি কোনো ভয়ঙ্কর অপরাধ করেছি। আমি একটুও বাড়িয়ে বলছি না। চার-পাঁচ বছর পর বুঝতে পেরেছি, আমার উপর কী অত্যাচার হয়েছিল। আমার মনে হত যেন কোনো দুঃস্বপ্ন। সিবিআই তদন্ত হয়েছিল। আমাকে ‘আন্ডা সেল’-এ রাখা হত। ওখানে থাকা খুবই কঠিন ছিল।’

সুরজের বিরুদ্ধে অভিযোগ

সুরজ পাঞ্চোলির বিরুদ্ধে জিয়া খানকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ ছিল। তাকে ২০ দিন কারাগারে কাটাতে হয়েছিল। প্রমাণের অভাবে ২০২৩ সালে তাকে অভিযোগমুক্ত করা হয়। তবে জিয়ার মা অভিযোগ করেছিলেন যে সুরজ তার মেয়ের মৃত্যুর পিছনে আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *