কিং বেশে শাহরুখ! রাজকীয় অবতারে দিলজিৎ

Spread the love

মেট গালা ২০২৫ অনুষ্ঠিত হচ্ছে নিউ ইয়র্কে। এই অনুষ্ঠানে শুধুমাত্র বলিউড বা হলিউড নয়, গোটা বিশ্বের তারকারা উপস্থিত হন। রেড কার্পেটে অনন্য সাজে হেঁটে যান তারকারা। প্রতিবছর তারকাদের অনবদ্য লুক দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন ভক্তরা। তবে এই বছর মেট গালা অনুষ্ঠানে তাক লাগিয়ে দিয়েছেন ভারতীয় তারকারা।

প্রথমেই বলতে হয় শাহরুখ খানের কথা। এই প্রথম মেট গালা অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন তিনি। কালো পোশাকে শাহরুখকে দেখে আক্ষরিক অর্থেই ‘বাদশা’ লাগছিল। হাতে লাঠি, গলায় K লকেট, হাতে বহুমূল্যবান ঘড়ি এবং আঙুলে বেশ কয়েকটি আংটি। সব মিলিয়ে শাহরুখের দিক থেকে যেন চোখ সরছিল না কারও।

চলতি বছর মেট গালার থিম ছিল টেলোরিং ব্ল্যাক স্টাইল। থিমের সঙ্গে মানানসই সাজে সেজেছিলেন শাহরুখ। তবে মেট গালায় অংশগ্রহণ করার পরেই তিনি জানান, এই প্রথম এবং এই শেষ বার তিনি অংশগ্রহণ করলেন অনুষ্ঠানে। শুধুমাত্র সন্তানদের মুখে হাসি ফোটানোর জন্যই এই অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করেছেন।

চলতি বছর অন্তঃসত্ত্বা অবস্থাতেই মেট গালা অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন কিয়ারা আডবানি। একটি কালো এবং সোনালী রঙের পোশাকে সেজেছিলেন তিনি।অভিনেত্রীর পোশাকের আড়াল থেকে স্পষ্ট হয়েছিল বেবি বাম্প। হবু মা কিয়ারার গ্ল্যামার যেন ফেটে পড়ছিল। বোধহয় এই সৌন্দর্যকেই প্রেগনেন্সি গ্ল্যামার বলে।

চলতি বছর অন্যতম বড় আকর্ষণ ছিলেন দিলজিৎ দোসাঁঝ। পাঞ্জাবের ঐতিহ্যকে মেট গালার রেড কার্পেটে নিয়ে এসেছেন তিনি। গায়ককে এক ঝলক দেখে মনে হবে যেন কোনও দেশের এক রাজাকে দেখছেন আপনি।

মেট গালা অনুষ্ঠানে দিলজিৎ পরেছিলেন একটি সাদা রঙের শেরওয়ানি। মাথায় পাগড়ি, গলায় বহু মূল্যবান বেশ কয়েকটি হার। সব মিলিয়ে নিজেকে রাজকীয় বেশে সকলের সামনে মেলে ধরেছিলেন দিলজিৎ।

বলিউড তারকাদের পাশাপাশি এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মুকেশ আম্বানির কন্যা ইশা আম্বানি। সাদা রঙের একটি পোশাকে নিজেকে সাজিয়েছিলেন তিনি।

সাদা রঙের পোশাকের সঙ্গে মানানসই হীরের জুয়েলারি এবং মাথায় সাদা রঙের বড় টুপি, সব মিলিয়ে ইশাকে দেখতে লাগছিল অপূর্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *