কিপিং করতে করতে ভুলে স্লিপে দাঁড়িয়ে নুরুল

Spread the love

কিপিং করছেন নাকি স্লিপে ফিল্ডিং করছেন, নিজেই বোধহয় ভুলে গিয়েছিলেন নুরুল হাসান। পেসারের বলে এমন অদ্ভুত জায়গায় কিপিং করতে আগে কাউকে দেখা গিয়েছে কিনা সন্দেহ। উল্লেখযোগ্য বিষয় হল, উইকেটকিপার নিজে এক্ষেত্রে দলের ক্যাপ্টেন। তাই বোধয় কেউ জিজ্ঞাসা করার সাহস পাননি যে, ‘রাজা তোর কাপড় কোথায়?’

তবে বাংলাদেশের ক্যাপ্টেনের এমন কাণ্ড দেখে সোশ্যাল মিডিয়ায় বলা-কওয়া শুরু হয়ে গিয়েছে যে, এটা শুধু বাংলাদেশেই সম্ভব। নেটিজেনদের খিল্লি, ‘ক্রিকেটের জন্ম ইংল্যান্ডে এবং মহাপ্রয়াণ…’

কোন ম্যাচে ঘটে এমন হাস্যকর ঘটনা

ঘরের মাঠে নিউজিল্যান্ড-এ দলের বিরুদ্ধে তিন ম্যাচের বেসরকারি ওয়ান ডে সিরিজে মাঠে নামে বাংলাদেশ-এ দল। সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ান ডে ম্যাচে ঘটে অত্যন্ত হাস্যকার ঘটনা। সিলেটে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে বাংলাদেশ-এ দল। তারা ৪৭.৪ ওভারে ২২৬ রানে অল-আউট হয়।

নিউজিল্যান্ড-এ দল জয়ের জন্য ২২৭ রানের লক্ষ্যমাত্রা সামনে নিয়ে পালটা ব্যাট করতে নামে। দ্বিতীয় ইনিংসের পঞ্চম ওভারে বল করতে আসেন এবাদত হোসেন। ব্যাট হাতে ক্রিজে ছিলেন দুই কিউয়ি ওপেনার রিস মারিউ ও ডেল ফিলিপস। ৪.৫ ওভারে মারিউকে অফ-স্টাম্পের সামান্য বাইরে সোজা ডেলিভারি করেন এবাদত। ব্যাটার এক্ষেত্রে অত্যন্ত বিচক্ষণতার পরিচয় দেন।

বাংলাদেশের ক্যাপ্টেন তথা উইকেটকিপার নুরুল হাসানকে দেখা যায় গ্লাভস হাতে স্লিপ অঞ্চলে দাঁড়িয়ে। সচরাচর স্টাম্পের পিছনেই দাঁড়াতে দেখা যায় কিপারকে। তবে নুরুল যেখানে দাঁড়িয়েছিলেন, তাতে একমাত্র বোলার ওয়াইড বল করলেই বল পৌঁছতো সরাসরি কিপারের দস্তানায়।ব্যাটার মারিউ পরিস্থিতির সুযোগ নিতে কুণ্ঠা বোধ করেননি। তিনি এবাদতের ডেলিভারিতে ব্যাট চালানোর প্রয়োজন মনে করেননি। তিনি দেখে শুনে বল ছেড়ে দেন। উল্লেখযোগ্য বিষয় হল, কিপারের যেখানে দাঁড়ানো উচিত, তার একটু পিছনে রাখা ছিল ফিল্ডিং দলের একটি হেলমেট। ফলে ব্যাটার বল ছেড়ে দেওয়ায় কিপারের পক্ষে সেটি ধরা সম্ভব হয়নি। বল সোজা গিয়ে লাগে মাঠে রাখা সেই হেলমেটে। নিয়ম মতো পেনাল্টির ৫ রান উপহার পেয়ে যায় নিউজিল্যান্ড-এ দল।

এমন অদ্ভুত পজিশনে কিপিং করার জন্য নুরুলকে অত্যন্ত বিব্রত দেখায়। সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে যায় খিল্লি। বাংলাদেশ শেষমেশ তৃতীয় ওয়ান ডে ম্যাচ হেরে মাঠ ছাড়ে। নিউজিল্যান্ড-এ দল ৪৮.২ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২৩১ রান তুলে ম্যাচ জিতে যায়। যদিও বাংলাদেশ-এ দল ৩ ম্যাচের সিরিজ জেতে ২-১ ব্যবধানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *