কিসে মন্তব্য করবে না যুক্তরাষ্ট্র?

Spread the love

বিশ্বব্যাপী মার্কিন কূটনীতিকদের অন্য দেশে হওয়া নির্বাচনের ‘সুষ্ঠুতা’ বা ‘গ্রহণযোগ্যতা’ নিয়ে মন্তব্য না করার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা এক অভ্যন্তরীণ নোট থেকে এ তথ্য জানা গেছে।

রয়টার্স বলছে, এমন নির্দেশনার মধ্য দিয়ে বিদেশে ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রচারের’ দীর্ঘদিনের উল্লেখযোগ্য অবস্থান থেকে সরে এলো ওয়াশিংটন। প্রতিবেদন মতে, ১৭ জুলাই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর থেকে বিশ্বজুড়ে সব মার্কিন দূতাবাসে পাঠানো তারবার্তায় বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্রনীতির ‘সুস্পষ্ট ও জরুরি’ স্বার্থ না থাকলে এখন থেকে এই দফতর নির্বাচন-সংক্রান্ত কোনো বিবৃতি বা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেবে না। গোপন নয়, তবে ‘সংবেদনশীল’ চিহ্নিত ওই বার্তায় আরও বলা হয়েছে, 

যখন কোনো দেশের নির্বাচন নিয়ে মন্তব্য করা যথাযথ বলে বিবেচিত হবে, তখন আমাদের বক্তব্য হবে সংক্ষিপ্ত এবং বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানানো ও প্রয়োজনে অভিন্ন পররাষ্ট্রনীতির স্বার্থের কথা উল্লেখ করার মধ্যে তা সীমাবদ্ধ থাকবে।

বিদেশের কোনো নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা, গ্রহণযোগ্যতা কিংবা সংশ্লিষ্ট দেশের গণতান্ত্রিক মূল্যবোধের ওপর মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *