রবিবার সকালে শ্রী কেদারনাথ ধাম থেকে গুপ্তকাশী যাওয়ার পথে পাইলট-সহ সাতজনকে বহনকারী একটি হেলিকপ্টার ভেঙে পড়ে। এই নিয়ে মুখ খুলেছে উত্তরাখণ্ড সিভিল অ্যাভিয়েশন ডেভেলপমেন্ট অথরিটি। ভোর ৫টা ২০ মিনিট নাগাদ হেলিকপ্টারটি গৌরীকুণ্ডের আশপাশে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী।
রুদ্রপ্রয়াগ জেলার দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা নন্দন সিং রাজওয়ার জানিয়েছেন, খারাপ আবহাওয়ার কারণে দৃশ্যমানতা কম ছিল। এর জেরে গৌরীকুণ্ডের জঙ্গলের উপরে এই দুর্ঘটনা ঘটে। গাড়োয়াল রেঞ্জের ইন্সপেক্টর জেনারেল রাজীব স্বরূপ জানিয়েছেন, দুর্ঘটনাস্থল খুবই প্রত্যন্ত এলাকা। সূত্রের খবর, আরিয়ান অ্যাভিয়েশন প্রাইভেট লিমিটেডের হেলিকপ্টারটি কেদারঘাটির গৌরীকুণ্ড ও ত্রিযুগীনারায়ণের মাঝে ভেঙে পড়ে এবং আগুন ধরে যায়। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ধামি কেদারনাথ হেলিকপ্টার দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন।
হেলিকপ্টার পাইলট সহ ৭ জনেরই মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায়। মৃতদের নাম রাজকুমার সুরেশ জয়সওয়াল (৪১), শ্রদ্ধা রাজকুমার জয়সওয়াল (৩৫), কাশী (২৩ মাস), মহারাষ্ট্রের বাসিন্দা বিক্রম (৪৬), রুদ্রপ্রয়াগের বাসিন্দা বিক্রম (৪৬); উত্তরপ্রদেশের বিজনোরের বাসিন্দা বিনোদ দেব (৬৬) ও তুষ্টি সিং (২৯) এবং পাইলট ক্যাপ্টেন রাজবীর সিং চৌহান।

রুদ্রপ্রয়াগে হেলিকপ্টার পরিষেবার নোডাল অফিসার তথা জেলা পর্যটন আধিকারিক রাহুল চৌবে বলেন, ‘আজ সকালে আমরা হেলিকপ্টার নিখোঁজ হওয়ার খবর পাই। হেলিকপ্টারটির খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে। আরিয়ান অ্যাভিয়েশনের মালিকানাধীন বিমানটি কেদারনাথ ধাম থেকে গুপ্তকাশীতে তার ঘাঁটিতে ফেরার সময় উপত্যকায় হঠাৎ প্রতিকূল আবহাওয়ার মুখোমুখি হয়। পাইলট হেলিকপ্টারটিকে উপত্যকার বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু চেষ্টার সময় হেলিকপ্টার বিধ্বস্ত হয়।’
রুদ্রপ্রয়াগের হেলিকপ্টার পরিষেবার নোডাল অফিসার আরও বলেন, ‘গৌরীকুণ্ডের কাছে ধোঁয়া উড়তে দেখে আমরা জানতে পারি যে এটা সেই নিখোঁজ হেলিকপ্টারটাই। আমরা এই হেলিকপ্টারেরই সিগন্যাল হারিয়েছিলাম। ৪০ দিনেরও কম সময়ের মধ্যে চারধাম রুটে এটি পঞ্চম হেলিকপ্টারের ঘটনা।’