প্রায় ৫০ বছরের খরা কাটিয়ে অবশেষে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে মহিলা ক্রিকেট টিম। এই আনন্দ ভাষায় প্রকাশ করার নয়। ২ নভেম্বর রাতে আবেগে ভাসছিল গোটা দেশ। এইদিন মহিলা টিমের ক্রিকেটারদের বুকে জড়িয়ে নিতে দেখা যায় ঝুলন গোস্বামীকে।
ঝুলন গোস্বামী আবেগঘন মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নেটিজেনদের আবদার, এবার অন্তত ‘চাকদহ এক্সপ্রেস’ বড় পর্দায় মুক্তি পাক। বছর দুয়েক আগে এই ছবির কাজ শেষ হয়ে গেলেও ছবি মুক্তির কোন নাম নেই। বড় পর্দায় যদি না ও মুক্তি পায়, অন্তত ওটিটি প্লাটফর্মে এই ছবিটি মুক্তি দেওয়া হোক বলে দাবি করেছেন দর্শকরা।
২০০২ সালে নিজের ক্রিকেট কেরিয়ার শুরু করেছিলেন ঝুলন গোস্বামী, ২০২২ সাল পর্যন্ত সেই লড়াই ছিল অপরিসীম। ঝুলনের জীবনের বিভিন্ন খুঁটিনাটি তথ্য নিয়েই তৈরি হয়েছিল এই ছবিটি, যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অনুষ্কা শর্মা।
প্রথমে জানা গিয়েছিল, সিনেমাটি মুক্তি পাবে নেটফ্লিকসে। কিন্তু বছর দুয়েক আগে প্রযোজনা সংস্থার তরফ থেকে এই ঘোষণা করা হলেও পরে কিন্তু আর কিছু শোনা যায়নি। কিন্তু এবার মহিলাদের ক্রিকেট টিম বিশ্ব জয় করার পরেই আবার ছবিটি মুক্তির দাবি জানিয়েছেন দর্শকরা।
কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করে প্রযোজনা সংস্থার উদ্দেশ্যে লিখেছেন, ‘এখনই মুক্তি দিন ছবিটি। এটাই সঠিক সময়। ভালো ব্যবসা হবে।’ কেউ কেউ আবার জয় শাহের কাছেও আবদার জানিয়েছেন ছবি মুক্তির বিষয় নিয়ে।
কেউ কেউ আবার ঝুলন গোস্বামীকে এই বিষয় নিয়ে কথা বলতে অনুরোধ করেছেন কেউ আবার অনুষ্কা শর্মাকে ট্যাগ করে ব্যাপারটি আলোচনা করার জন্য অনুরোধ জানিয়েছেন। সব মিলিয়ে মোদ্দা কথা, চাকদহ এক্সপ্রেসের চাহিদা আরও কিছুটা বাড়িয়ে দিল মহিলা ক্রিকেট দলের এই বিশ্বজয়।প্রসঙ্গত, ঝুলন গোস্বামী জীবনের খুঁটিনাটি পর্দায় তুলে ধরার জন্য বেশ পরিশ্রম করেছিলেন অনুষ্কা। নিজেকে কড়া ডায়েটের মধ্যে রেখেছিলেন। শুধু অভিনয় নয়, এই ছবির প্রযোজনা করেছেন অনুষ্কা। কিন্তু এত কিছুর পর কেন তিনি ছবিটি মুক্তি দিচ্ছেন না সেই বিষয় নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন নেটিজেনরা।

তবে শুনতে পাওয়া গিয়েছে, নেটফ্লিক্স-এর সঙ্গে কিছু সমস্যা থাকার জন্য অনুষ্কা শর্মার ভাই কর্ণেশের প্রযোজনা সংস্থা ওটিটি প্লাটফর্মের সঙ্গে সমস্ত যোগাযোগ ক্ষুন্ন করেছেন। খুব স্বাভাবিক ভাবেই তাই এই আবহে মুক্তির আলো দেখছে না ঝুলন গোস্বামীর বায়োপিকও। কিন্তু তেমন যদি হয়, তাহলে কেন বড়পর্দায় ছবিটি মুক্তি পাচ্ছে না এই বিষয় নিয়েও প্রশ্ন তুলেছেন সকলে।