‘কেয়ার অফ এ জার্নি’ ছবির পোস্টার এল প্রকাশ্যে

Spread the love

এবার অসমবয়সের বন্ধুত্বের গল্পে বনি সেনগুপ্ত। একজন মানুষের জীবনে বন্ধু কতটা গুরুত্বপূর্ণ তা দেখা যাবে বনি সেনগুপ্তের এই নতুন ছবিতে। ছবির নাম ‘কেয়ার অফ এ জার্নি’। ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক প্রতীক সরকার৷ ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে তৃষানজিৎ চৌধুরীকে। প্রকাশ্যে এল ছবির পোস্টার।

‘কেয়ার অফ এ জার্নি’-এর গল্প

ছয়-সাত বছরের ছেলে ‘পাটু’, তার তিন কুলের কেউ নেই। বৃদ্ধা ঠাকুমার সঙ্গে সে বাস করে পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রামে। তার মা অনেক দিন আগেই মারা গিয়েছে। বাবা তাদের ছেড়ে চলে গিয়েছে শহরে। কিন্তু তার মন বাবাকে দেখতে চায়, তাই একদিন গরমের ছুটিতে কাউকে না জানিয়ে ‘পাটু’ একা পাড়ি দেয় শহরের উদ্দেশ্য বাবাকে খোঁজার জন্য।

কিন্তু শহরে সে কাউকে চেনে না, বড় শহরে আরও একা হয়ে পড়ে। তার মধ্যেও বাবাকে খুঁজে চলে তার মন। হঠাৎ দেখা হয় ‘বামা’ নামে একজনের সঙ্গে। যদিও ‘বামা’ বয়সে অনেকটাই বড়ো ‘পাটু’র থেকে। কিন্তু তাদের মধ্যে বন্ধুত্ব বাড়তে থাকে। শুরু হয় গল্পের মূল প্লট। ‘পাটু’র বাবাকে খোঁজার জন্য এক জার্নি শুরু হয় ‘বামা’ আর ‘পাটু’র৷ কিন্তু শেষ পর্যন্ত কি বাবাকে খুঁজে পাবে ‘পাটু’? গল্প কোন দিকে মোড় নেবে? সেই সব নিয়ে আসছে ‘কেয়ার অফ এ জার্নি’।

আর ছবির এই ভাবই ফুটে উঠেছে ছবির পোস্টারেও। পোস্টারের একদিকে গোরুর গাড়ি, গাছপালা নিয়ে গ্রামের দৃশ্য। অন্যদিকে, পোস্টারের আর এক দিকে শহরের দৃশ্য। আর মাঝে কাঠের নেমপ্লেটে লেখা ‘কেয়ার অফ এ জার্নি’

ছবিতে ‘বামা’র চরিত্রে দেখা যাবে অভিনেতা বনি সেনগুপ্তকে। ছবিতে থাকবে বেশ কয়েকটি গান। ছবির সিনেমাটোগ্রাফি করছেন সুপ্রিয় দত্ত। ছবির শ্যুটিং হবে কলকাতা শহর ও তার আশপাশে। ছবিটি মুক্তি পাবে ‘মহাদিগন্ত কমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্ক’-এর ব্যানারে ময়ূখ দাসের প্রযোজনাতে। ছবির শ্যুটিংয়ের দ্বায়িত্বে রয়েছেন স্বপন শীল। ছবির চিত্রনাট্য লিখছেন ঋষি ঘটক ও শিঞ্জন বসু। খুব তাড়াতাড়ি ছবির শ্যুটিং শুরু হবে।

অভিনেতা বনি সেনগুপ্ত জানান ‘এটা একটা বন্ধুত্বের গল্প। বন্ধুত্বের কোনও বয়স হয় না। বামা আর পাটুর বন্ধুত্ব এই ছবির প্রাণ। পুরোপুরি মাটির গল্প বলবে এই ছবি। পাটুর সঙ্গে বামার আত্মার সম্পর্ক দেখা যাবে এই ছবিতে৷ দু’জন অসমবয়সী বন্ধুর জার্নি এই ছবি। আশা করছি দর্শকদের ভালো লাগবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *