কে জঙ্গি সাজিদ মীর? যাকে পাকিস্তান ‘মৃত’ বলেও পরে করেছে গ্রেফতার

Spread the love

‘অপারেশন সিঁদুর’(Operation Sindoor) সম্পন্ন হওয়ার পর দিল্লি থেকে একের পর এক বক্তব্যে কার্যত পাকিস্তানের মুখোশ খুলে দিয়েছে ভারত। মঙ্গলবার মধ্যরাত পার হতেই ভারতীয় সেনার পর পর স্ট্রাইকে পাকিস্তানের একের পর এক নাশকতার শিবির গুঁড়িয়ে গিয়েছে। এই সমস্ত অপারেশনের তথ্য বিস্তারিতভাবে দিয়েছে ভারত। সদ্য ভারতের তরফে বিদেশ সচিব বিক্রম মিশ্রি, নাশকতা নিয়ে পাকিস্তানের রাখঢাকের মুখোশ খুলে দিয়ে তুলেছেন জঙ্গি সাজিদ মীরের প্রসঙ্গ। কে এই সাজিদ মীর?

ভারতের ‘বিক্রম’ খুলে দিলেন পাকিস্তানের ‘মুখোশ’:-

‘অপারেশন সিঁদুরের’ প্রসঙ্গে বলতে গিয়ে বিক্রম মিশ্রির বক্তব্যে উঠে এসেছে ২৬/১১ মুম্বই হামলা প্রসঙ্গ। মুম্বইয়ের সেই নৃশংস জঙ্গি হামলার অন্যতম হ্যান্ডেলার ছিল জঙ্গি সাজিদ মীর। বিক্রম মিশ্রি বলেন,’পাকিস্তান ইচ্ছাকৃতভাবে বিশ্ব এবং ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (FATF) এর মতো আন্তর্জাতিক ফোরামগুলিকে বিভ্রান্ত করার জন্য পরিচিত। সাজিদ মীর মামলায়, এই সন্ত্রাসীকে মৃত ঘোষণা করা হয়েছিল, এবং তারপর, আন্তর্জাতিক চাপের প্রতিক্রিয়ায়, তাকে জীবিত অবস্থায় ফিরিয়ে আনা হয়েছিল, জীবিত পাওয়া গিয়েছিল এবং তারপর গ্রেফতার করা হয়েছিল।’ প্রসঙ্গত, এই সাজিদ মীরকে প্রথমে পাকিস্তান মৃত বলে ঘোষণা করলেও পরে আবার তাকে তারা ‘জীবিত’ হিসাবে খুঁজে পায়! চাপে পড়ে করে গ্রেফতার। কে এই সাজিদ?

আমেরিকার এফবিআই বলছে, মুম্বই হামলার অন্যতম হ্যান্ডেলার ছিল সাজিদ মীর। ২০০৮ সালের পর তার প্লাস্টিক সার্জারি হয়। এককালে সে লস্কররের বিদেশি নিয়োগের দিকটি দেখত। হ্যাডলির হয়েও সে কাজ করেছে। ভারতের অন্যতম ‘ওয়ান্টেড’ তালিকায় রয়েছে সাজিদ। মার্কিন জাস্টিস ডিপার্টমেন্টের নথি বলছে, ২৬/১১ হামলার আগে মীর সহ তার সহযোগী আবু কাহাফা ও মাজহার ইকবালের সঙ্গে কথা হয়েছিল হামলায় অংশগ্রহণকারী জঙ্গিদের। মীরই, হ্যাডলিকে পরামর্শ দিয়েছিল মুম্বইতে অফিস খুলতে। এই মীরের কীর্তি যখন পাকিস্তানের কাছে ভারত তুলে ধরেছিল, তখন তা নস্যাৎ করেছিল পাকিস্তান। তারা জানায় মীর মৃত। এরপর চাপ বাড়ে ‘FATF’ ইস্যু ঘিরে। যারা সন্ত্রাসে আর্থিক মদতের বিষয়ে পদক্ষেপ করে থাকে। প্রবল আন্তর্জাতিক চাপের মুখে ‘মৃত’ মীরকে আবার জীবিত অবস্থায় খুঁজে পায় পাকিস্তান। করে গ্রেফতার। আর দেশের মাটিতে সন্ত্রাস নিয়ে পাকিস্তানের সেই নাটকের পর্দাফাঁসের প্রসঙ্গ ফের এদিন দিল্লির সাংবাদিক সম্মেলনে তুললেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *