কোটলার উত্তেজক জয়ে প্লে-অফের দৌড়ে অক্সিজেন পেল KKR

Spread the love

কোনও দু-একজনের ব্যাটে ভর করে নয়, বরং মঙ্গলবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে দলগত পারফর্ম্যান্সে ভর করে দু’শো রানের গণ্ডি টপকে বড়সড় ইনিংস গড়ে তোলে কেকেআর। যদিও তার পরেও একসময় চাপে পড়ে যেতে হয় কেকেআরকে। শেষমেশ কোটলায় রুদ্ধশ্বাস ম্যাচ জিতে মাঠ ছাড়েন অজিঙ্কা রাহানেরা।

অরুণ জেটলি স্টেডিয়ামে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে কেকেআর। তারা ওপেনিং জুটিতে ৪৮ রান তুলে ফেলে। তবে নিয়মিত অন্তরে উইকেট খোয়াতে থাকে কলকাতা। খুব বড় রানের ব্যক্তিগত ইনিংস খেলতে পারেননি নাইট রাইডার্সের কেউই। তবে বেঙ্কটেশ আইয়ার ছাড়া টপ-মিডল অর্ডারের সকলেই ব্যাট হাতে কার্যকরী অবদান রাখেন বলা যায়।

কলকাতা নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ২০৪ রান সংগ্রহ করে। পালটা ব্যাট করতে নেমে দিল্লি জয়ের খুব কাছে পৌঁছে যায়। তবে তীরে এসে তরী ডোবে তাদের। দিল্লি ক্যাপিটালস ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯০ রানে আটকে যায়। ১৪ রানে ম্যাচ জিতে মাঠ ছাড়ে নাইট রাইডার্স। সুনীল নারিন দুর্দান্ত বল করে ম্যাচ কেকেআরের অনুকূলে এনে দেন। ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন তিনিই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *