কোন কোন দেশে যাবেন শশী, শমীক, ইউসুফ পাঠান, ওয়াইসিরা?

Spread the love

ভারতের জঙ্গি বিরোধী অবস্থান গোটা বিশ্বের কাছে স্পষ্ট করতে বহু দেশে সাংসদীয় প্রতিনিধি দল পাঠানো হবে। ভারত ৭টি প্রতিনিধি দল গঠন করেছে এর জন্যে। এই সব দলের মাথায় থাকবেন – কংগ্রেসের শশী থারুর, বিজেপির রবিশঙ্কর প্রসাদ, জেডিইউর সঞ্জয় কুমার ঝা, বিজেপির বৈজয়ন্ত পান্ডা, ডিএমকের কানিমোঝি করুণানিধি, এনসিপি (শরদ পাওয়ার)-র সুপ্রিয়া সুলে, শিবসেনার শ্রীকান্ত একনাথ শিন্ডে।

এদিকে কে কোন দেশে যাবেন? জানা গিয়েছে বৈজয়ন্ত পান্ডার নেতৃত্বাধীন দলটি যাবে সৌদি আরব, কুয়েত, বাহারিন, আলজেরিয়ায়। উল্লেখ্য, এই দলটিতে আছেন আসাদউদ্দিন ওয়াইসি, গোলাম নবি আজাদ। এদিকে রবি শঙ্করের দলটি যাবে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইতালি, ডেনমার্ক, ইউোরোপীয় ইউনিয়নে। এই দলেই আছেন বাংলার বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য। এছাড়া দলে আছেন শিবসেনা (ইউবিটি)-র প্রিয়াঙ্কা চতুর্বেদী, এমজে আকবর, গোলাম আলি খতনার মতো রাজনীতিকরা।শশী থারুরের নেতৃত্বাধীন দলটি যাবে আমেরিকা, পানামা, ব্রাজিল, গায়ানা, কলম্বিয়ায়। সেই দলে আছেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সরফরাজ আহমেদ, শিবসেনর মিলিন্দ দেওরা, বিজেপির তেজস্বী সূর্যর মতো নেতারা। কানিমোঝির নেতৃত্বাধীন দলটি আবার যাবে স্পেন, গ্রিস, লাটভিয়া, রাশিয়ায়। সেই দলে ন্যাশনাল কনফারেন্সের মিয়াঁ আলতাফ আহমেদ, আরজেডির প্রেমচাঁদ গুপ্তা, সমাজবাদী পার্টির রাজীব রাই, আম আদমি পার্টির অশোক কুমার মিত্তলের মতো নেতারা আছেন।

এদিকে তৃণমূলের সাংসদ ইউসুফ পাঠান আছেন সঞ্জয় ঝায়ের (জেডিইউর) দলে। এই দলে আছেন সলমন খুরশিদ, সিপিএমের জন ব্রিটাসের তো নেতারা। এদিকে শ্রীকান্ত শিন্ডের নেতৃত্বাধীন দলটি যাবে সংযুক্ত আরব আিরাত, লাইবেরিয়া, কঙ্গো, সিয়েরা লিওনে। এই দল আছেন বিজেপির এসএস আলুওয়ালিয়া, আইইউএমএল সাংসদ ইটি মহম্মদ বশির। এদিকে সুপ্রিয়া সুলের নেতৃত্বাধীন দলটি যাবে মিশর, কাতার, ইথিওপিয়া, দক্ষিণ আফ্রিকায়। এই দলে আছেন কংগ্রেসের আনন্দ শর্মা, মণীশ তিওয়ারি, আম আদমি পার্টির বিক্রমজিৎ সিং সাহনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *