কোল্ডপ্লে-র কনসার্টে HR হেডের সঙ্গে পরকীয়া

Spread the love

বস্টনে ব্রিটিশ ব্যান্ড ‘কোল্ডপ্লে’র কনসার্ট। আর তারমধ্যেই ‘কিস ক্যাম’-এ ধরা পড়ে এমন এক দৃশ্য যা সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। গত ১৬ জুলাইয়ের কনসার্টে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল না ‘কোল্ডপ্লে’র গান। বরং এক দম্পতির সম্পর্কের টানাপোড়েন এবং পরকীয়া নিয়ে শুরু বিতর্ক।‘কোল্ডপ্লে’-র কনসার্ট চলাকালীন অন্তরঙ্গ অবস্থায় ধরা পড়েন মার্কিন সফটওয়্যার সংস্থা অ্যাস্ট্রোনমার সিইও অ্যান্ডি বায়রন এবং সংস্থার চিফ পিপল অফিসার ক্রিস্টিন ক্যাবট।এহেন পরকীয়ার জেরে শেষ পর্যন্ত ছুটিতে পাঠানো হয় অ্যাস্ট্রোনমারের সিইও অ্যান্ডি বায়রনকে। অবশেষে চাকরি থেকে ইস্তফা দিলেন তিনি।

শনিবারই সংস্থার তরফে বায়রনের ইস্তফার বিষয়টি নিশ্চিত করা হয়। বিবৃতিতে জানানো হয়, ‘আমাদের নেতাদের কাছে প্রত্যাশা করা হয় সর্বোচ্চ পর্যায়ের আচরণ ও দায়িত্ববোধ। এবং সম্প্রতি সেই মানের পতন হতে দেখা গিয়েছে। অ্যান্ডি বায়রন ইস্তফা দিয়েছেন। যা বোর্ড অফ ডিরেক্টর্স গ্রহণ করেছেন।’ আপাতত সংস্থার অন্তর্বর্তী সিইও হিসেবে নিয়োগ করা হয়েছে পিট ডিজয়কে। তিনি বলেছেন, ‘জনমানসের ফোকাস অবশ্য রাতারাতি অন্যদিকে সরে গিয়েছে। কিন্তু আমাদের লক্ষ্য এখনও একই- তথ্য ও এআইয়ের সাহায্যে বাস্তব পৃথিবীর সমাধান।’

এর আগে গত শুক্রবার সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছিল, তদন্ত চলাকালীন সিইও বাইরন ছুটিতে থাকবেন। অ্যাস্ট্রোনমারের অন্তর্বর্তী সিইও হিসেবে নিয়োগ করা হয়েছে পিট ডিজয় অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে দায়িত্ব পালন করবেন।বাইরনের লিঙ্কডইন অ্যাকাউন্টও প্রাইভেট করা হয়েছে। শুক্রবারের বিবৃতির পরই কোম্পানির নেতৃত্ব স্থানীয় কর্মকর্তাদের জন্য নির্দিষ্ট ওয়েব পেজ থেকে তাঁর নাম সরিয়ে দেওয়া হয়। বর্তমানে সেই পেজে সহ-প্রতিষ্ঠাতা ডিজয়কে সিইও হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।স্থায়ী সিইও-এর খোঁজ চলছে। খুব শীঘ্রই নিয়োগ করা হবে। এমনটাই জানিয়েছে সংস্থা।

বিতর্কের সূত্রপাত

বিতর্কের সূত্রপাত গত বুধবার। বস্টনে জিলেট স্টেডিয়ামে কোল্ডপ্লের কনসার্ট চলছিল। আচমকাই কিস ক্যামে ধরা পড়ে এক রুপোলি চুলের পুরুষ ও ছোট করে ছাঁটা চুলের মহিলার ঘনিষ্ঠতা। দ্রুত প্রকাশ হয়ে পড়ে তাঁদের পরিচয়। জানা যায়, তাঁরা বিখ্যাত সংস্থা অ্যাস্ট্রোনমারের সিইও অ্যান্ডি বায়রন এবং সংস্থার এইচ আর হেড ক্রিস্টিন ক্যাবো। এদিকে, ক্যামেরার নজর তাঁদের উপরে পড়েছে বুঝতে পেরেই ক্রিস্টিনকে বাহুবন্ধন থেকে মুক্ত করে একপ্রকার ছিটকে যান অ্যান্ডি। অন্যদিকে, লজ্জায় মুখ ঢাকেন ক্রিস্টিনও। ক্যামেরা তাঁদের উপরে পড়ার পরে এ নিয়ে মজাও করা হয় স্টেডিয়ামের মধ্যেই। স্টেজ থেকে গায়ক ক্রিস মার্টিন ঠাট্টা করে বলেন, ‘ওদের দেখুন! হয়ত এরা পরকীয়া করছে, না হয় খুব লাজুক!’ এই কথার পর হাসিতে ফেটে পড়ে দর্শকরা।এরপরেই লজ্জায় একে অন্যের থেকে সরে দাঁড়ান তাঁরা। তারপর থেকে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় জোর চর্চা। কিন্তু ট্যুইস্ট সেখানেই শেষ নয়। জানা যায়, অ্যান্ডি বায়রন বিবাহিত ও বাড়িতে তাঁর স্ত্রী রয়েছেন।যদিও তাঁরা কেউই এই নিয়ে মুখ খোলেননি। পরে জানা যায়, আপাতত ছুটিতে পাঠানো হয়েছে দু’জনকেই। অবশেষে চাকরি ছাড়লেন অ্যান্ডি।

২০২৩ সালের জুলাইয়ে সংস্থার সিইও হন অ্যান্ডি। ২০২৪ সালের নভেম্বরে সংস্থায় যোগ দিয়েছিলেন ক্রিস্টিন। এরপরই তাঁরা পরকীয়ায়।অন্যদিকে, স্বামীর পরকীয়া হাতেনাতে ধরতে পেরেই ফেসবুকে নিজের প্রোফাইল থেকে পদবি সরিয়ে দিয়েছেন মেগান। স্বাভাবিক ভাবেই ডিভোর্সের গুঞ্জন তুঙ্গে। যদিও প্রকাশ্যে এখনও তাঁরা তাঁদের সম্পর্ক নিয়ে একটি কথাও বলেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *