কোহলিকে কুর্নিশ জানাতে বিরাট ভক্তদের বড় উদ্যোগ

Spread the love

১৭ মে ফের শুরু হচ্ছে আইপিএল ২০২৫। সেই দিনে এম চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচে বল গড়ানোর আগেই সোশ্যাল মিডিয়াতে একটি বার্তা বেশ ভাইরাল হচ্ছে। আসলে টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণার পরে এটাই হবে বিরাট কোহলির প্রথম ম্যাচ, যেখানে তিনি হাজার হাজার ভক্তের সামনে খেলতে নামবেন। আর ম্যাচেই নিজেদের প্রিয় তারকাকে অভিনব উপায়ে কুর্নিশ জানাতে চায় কোহলির বিরাট ফ্যান।

এই সপ্তাহের শুরুতেই অর্থাৎ সোমবার ১২ মে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন বিরাট কোহলি। এর পর আধুনিক যুগের এই কিংবদন্তিকে সম্মান জানাতে তাঁর ভক্তরা এক আবেগঘন উদ্যোগ গ্রহণ করেছেন। ২০২৫ আইপিএল ফের শুরু হতে চলেছে ১৭ মে, আর সেই উপলক্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) সমর্থকেরা তাদের প্রিয় তারকাকে এক বিশেষ উপায়ে শ্রদ্ধা জানাতে চলেছে। কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বিরুদ্ধে ম্যাচ চলাকালীন এম চিন্নাস্বামী স্টেডিয়ামে এক অন্য রকম ছবি দেখা যাবে বলে মনে করা হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় দ্রুত জনপ্রিয় হয়ে ওঠা একটি ক্যাম্পেইনে, ভক্তরা সকলকে আহ্বান জানাচ্ছেন ঐ ম্যাচে আরসিবির চিরাচরিত লাল-কালো পোশাকের পরিবর্তে সাদা পোশাক পরতে। যা টেস্ট ক্রিকেটের প্রতীক। উদ্দেশ্য, কোহলির অসাধারণ লাল বলের (টেস্ট) কেরিয়ারকে শ্রদ্ধা জানানো এবং দেখানো যে তার অবদান শুধুমাত্র পরিসংখ্যানেই নয়, বরং কোটি কোটি ভক্তের হৃদয়ে অমর হয়ে আছে।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি বার্তায় লেখা হয়েছে, ‘পরবর্তী আরসিবি ম্যাচে, আপনি কি এই বার্তা ছড়িয়ে দিতে সাহায্য করতে পারেন এবং ভক্তদের অনুরোধ করতে পারেন যেন তারা টেস্ট সাদা পোশাক পরে স্টেডিয়ামে আসে বিরাট কোহলিকে শ্রদ্ধা জানাতে? তিনি আমাদের অনেককেই টেস্ট ক্রিকেটের প্রেমে পড়তে বাধ্য করেছেন… এই পদক্ষেপ হবে এমন একটি শক্তিশালী বার্তা, যা দেখাবে তার সাফল্য শুধু সংখ্যায় নয়, বরং হৃদয়ে বাস করে।’

এই ক্যাম্পেইনে স্টেডিয়ামের বাইরে সাধারণ সাদা টি-শার্ট বিতরণের প্রস্তাবও দেওয়া হয়েছে, এবং ইতিমধ্যেই বিভিন্ন ইন্টারনেট ইনফ্লুয়েন্সার ও ফ্যান পেজগুলো ব্যাপকভাবে এই বার্তাটিকে ছড়িয়ে দিচ্ছে। কোহলির টেস্ট থেকে অবসর সারা ক্রিকেট দুনিয়ায় আবেগের ঢেউ তুলেছে, আর এই ভক্ত-চালিত উদ্যোগটি তার প্রতি গভীর ভালবাসা ও শ্রদ্ধার প্রতিচ্ছবি। সত্যিই একজন কিংবদন্তির তো এটাই প্রাপ্য সম্মান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *