কোহলির ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন গম্ভীর

Spread the love

ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ গৌতম গম্ভীর সিনিয়র তারকা রোহিত শর্মা এবং বিরাট কোহলির ভবিষ্যৎ নিয়ে শেষমেশ নীরবতা ভাঙলেন, স্পষ্ট করে দিলেন যে, জাতীয় দলে তাঁদের স্থান নির্ধারণ করবে পারফরম্যান্স, কোনও খ্যাতি নয়।

রোহিত-কোহলির ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন গম্ভীর
রোহিত এবং কোহলির সম্ভাব্য বিদায় নিয়ে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গম্ভীর বলেন, ‘যত দিন ওঁরা পারফর্ম করছেন, ততদিন ওঁদের অবশ্যই থাকা উচিত। কবে আপনি শুরু করবেন, আর কবে শেষ করবেন, তা আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। কোনও কোচ, চেয়ারম্যান বা নির্বাচক বা বিসিসিআই বলতে পারবে না যে, আপনাকে এখনই শেষ করতে হবে। পারফর্ম করতে থাকুন, তাতে ৪০ কেন ৪৫ বছর পর্যন্ত খেলুন।’

ভারতীয় গ্রেটদের জন্য পরিকল্পিত বিদায়ের যে কোনও ভাবনার কথাই গম্ভীর উড়িয়ে দিয়েছেন, তিনি আরও জোর দিয়ে বলেছেন যে, পারফরম্যান্স ভালো থাকলে, ক্রিকেটকে বিদায় জানানোর কোনও প্রশ্নই নেই। গৌতির দাবি, ‘কোনও খেলোয়াড়ই বিদায় নেওয়ার জন্য খেলে না। সবচেয়ে বড় ফেয়ারওয়েল এবং ট্রফি হল দেশের প্রতি ভালোবাসা। এটাই আসলে গুরুত্বপূর্ণ।’এবিপি ইন্ডিয়া অ্যাট ২০৪৭ সামিটে বক্তৃতা দিতে গিয়ে, ভারতের প্রাক্তন ওপেনার পুনর্ব্যক্ত করেছেন যে, তাঁর ভূমিকা পছন্দের খেলোয়াড়দের বেছে নেওয়া নয়, বরং বাছাই করা দলকে ঘষেমেজে তৈরি করাই তাঁর আসল কাজ। গম্ভীর বলেওছেন, ‘দল নির্বাচন করা কোচের কাজ নয়, এটা নির্বাচকদের কাজ। আমার দায়িত্ব হল, যাঁকে নির্বাচিত করা হবে তাঁকে ভারতের হয়ে পারফর্ম করার জন্য প্রস্তুত করা।’

কেকেআর-কে মিস করেন না

গম্ভীর পরবর্তী আইপিএল মরশুমে একেবারে মুখ থুবড়ে পড়েছে কলকাতা নাইট রাইডার্স। তাঁর না থাকাটাই কী ধাক্কা হয়েছে? তবে গম্ভীরের কাছে এখন কেকেআর অতীত। তিনি এখন শুধুই ভারতীয় ক্রিকেট নিয়ে ভাবছেন। গম্ভীর বলেও দেন, ‘সত্যি বলতে, কেকেআর-কে মিস করছি না। ভারতীয় ক্রিকেট এগিয়ে নিয়ে যাওয়ার মতো বড় দায়িত্ব আমার আছে।’

পাকিস্তানের সঙ্গে সব সম্পর্ক শেষ করার পক্ষপাতী

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর পাকিস্তানের সঙ্গে সব ধরনের সম্পর্ক শেষ করে দেওয়ার কথা বলেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, মহম্মদ আজহারউদ্দিনরা। এবার গম্ভীরও সেই সুরেই সুর মেলালেন। বললেন, ‘আমার ব্যক্তিগত উত্তর, একদমই সম্পর্ক রাখা ঠিক নয়। ক্রিকেট ম্যাচ, বলিউডের সিনেমা বা শিল্পী… কোনও কিছুই দেশের মানুষ ও সেনাদের থেকে বেশি গুরুত্বপূর্ণ নয়। ভারত-পাকিস্তানের মধ্যে কোনও সম্পর্ক রাখাই উচিত নয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *