ক্যানসারের সঙ্গে লড়াই!১৩ বছরের প্রেমে বিয়ের সিলমোহর দিলেন হিনা

Spread the love

বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন হিনা খান এবং রকি জয়সওয়াল। ক্যানসারে আক্রান্ত অভিনেত্রী, কর্কট রোগের সঙ্গে লড়াইয়ে পাশে ঢাল হয়ে ছিল তাঁর প্রেমিক। সেই প্রেমিকের সঙ্গেই বিয়ে সারলেন তিনি।

হিনা খানের বিয়ে

ঘরোয়া অনুষ্ঠানে প্রেমিক রকি জয়সওয়ালের সঙ্গে বিয়ে সারলেন হিনা খান। অভিনেত্রী নিজেই তাঁদের বিয়ের একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। এদিন বিয়ের একাধিক ছবি পোস্ট করে হিনা লেখেন, ‘ দুটো একদম আলাদা দুনিয়ার মানুষ হয়েও আমরা আমাদের ভালোবাসার একটা জগৎ বানিয়েছি। আমাদের বৈপরীত্য ক্রমে হারিয়ে গিয়েছে, আমাদের মন এক হয়েছে, এমন এক বন্ধন গড়ে উঠেছে যা আজীবন থাকবে। আমরা আমাদের ঘর গড়েছি, আমাদের আলো, আশা… আমরা সমস্ত বাধা পেরিয়ে এক হয়েছি। আজ আমাদের এই সম্পর্ক ভালোবাসা এবং আইন দিয়ে সিল করে দিলাম। আমরা আপনাদের আশীর্বাদ চাইছি, শুভ কামনা চাইছি স্বামী স্ত্রী হিসেবে।’

বিয়েতে হিনা খান ওপাল গ্রিন রঙের একটি শাড়ি এবং ম্যাচিং ওড়না পরেছিলেন। ছিল হালকা গোলাপি রঙের ব্লাউজ, জরোয়ার গয়না। তাঁর এই শরীরী মণীশ মালহোত্রার ডিজাইন করা। তাঁর এই শাড়িতে তাঁদের দুজনের নাম লেখা রয়েছে। রকি জয়সওয়ালের পরনেও সাদা চিকনকারি কাজের পাঞ্জাবি দেখা যায়।

এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, গত ১৩ বছর ধরে একসঙ্গে আছেন হিনা এবং রকি। ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায় ধারাবাহিকে কাজ করার সময় তাঁদের আলাপ হয়েছিল। এই ধারাবাহিকে অভিনেত্রী নায়িকা ছিলেন আর রকি সুপারভাইজিং প্রযোজক ছিলেন। ২০১৭ সালে তাঁরা তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *