ক্যারিবিয়ান সাগরে আরেক নৌকায় মার্কিন বাহিনীর হামলা! নিহত ৩

Spread the love

ক্যারিবিয়ান সাগরে সন্দেহভাজন আরেক মাদক বহনকারী নৌকায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। এ নিয়ে গত সেপ্টেম্বর থেকে চলমান মাদকবিরোধী অভিযানে ১৩ বার হামলা চালালো মার্কিন বাহিনী।মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সবশেষ হামলার বিষয়টি নিশ্চিত করেন। সামাজিকযোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে তিনি বলেন, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নির্দেশে আন্তর্জাতিক জলসীমায় পরিচালিত এই অভিযানে চোরাচালান পথে মাদক বহনকারী একটি নৌকা লক্ষবস্তু করা হয়েছে। এই অভিযানে কোনো মার্কিন বাহিনীর ক্ষতি হয়নি বলেও উল্লেখ করেন তিনি।

আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংস্থাগুলোর উদ্বেগ সত্ত্বেও গত সেপ্টেম্বর থেকে ক্যারিবীয় সাগরে নৌযান লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে মার্কিন বাহিনী।

এর আগে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) পূর্ব প্রশান্ত মহাসাগরে এক মাদক বহনকারী নৌকায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। হামলায় অন্তত চারজন নিহত হন।

ভেনেজুয়েলা ঘিরে ক্যারিবীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি বৃদ্ধির পাশাপাশি এসব হামলা চালানো হচ্ছে। ট্রাম্পের নির্দেশে ক্যারিবীয় অঞ্চলে গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার, এফ-৩৫ যুদ্ধবিমান, একটি পারমাণবিক সাবমেরিন এবং কয়েক হাজার সেনা মোতায়েন করা হয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ক্যারিবীয় এলাকায় মার্কিন রণতরী পৌঁছাবে বলে মনে করা হচ্ছে।

ট্রাম্প প্রশাসনের দাবি, এসব নৌযান ভেনেজুয়েলা থেকে আসছে এবং যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করছে। এদের সঙ্গে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সংশ্লিষ্টতা রয়েছে বলেও দাবি ওয়াশিংটনের।

এদিকে ভেনেজুয়েলার ভেতরে হামলা চালানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও দেশটির আশেপাশে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি নিয়ে হামলার আশঙ্কা তৈরি হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) এয়ার ফোর্স ওয়ানে এক সাংবাদিক ট্রাম্পকে জিজ্ঞাসা করেন, আপনি কি ভেনেজুয়েলার ভেতরে হামলার কথা বিবেচনা করছেন, জবাবে ট্রাম্প বলেন, ‘না’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *