ক্লাসেনদের গোটা দলকে ৬০ রানে গুটিয়ে বিরাট জয় ডু’প্লেসির সুপার কিংসের

Spread the love

চলতি মেজর লিগ ক্রিকেটে জয়ের হ্যাটট্রিক টেক্সাস সুপার কিংসের। টুর্নামেন্টে ফের একবার বল হাতে জ্বলে উঠলেন আফগান স্পিনার নূর আহমেদ। যদিও সুপার কিংসের ক্যাপ্টেন ফ্যাফ ডু’প্লেসি ফের ব্যর্থ হলেন ব্যাট হাতে।

টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে এমআই নিউ ইয়র্ককে পরাজিত করে সুপার কিংস। নিজেদের দ্বিতীয় ম্যাচে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সকে বিধ্বস্ত করেন ডু’প্লেসিরা। এবার তৃতীয় ম্যাচে সিয়াটেল অরকাসকে কার্যত খড়কুটোর মতো উড়িয়ে দিল টেক্সাস। মঙ্গলবার মূলত বোলারদের সৌজন্যে ম্যাচ জিতে নেয় সুপার কিংস।

সিয়াটেলের বিরুদ্ধে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে সুপার কিংস। তারা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৫৩ রান সংগ্রহ করে। ২৩ বলে ৩০ রান করেন সাইতেজা। তিনি ৩টি চার ও ২টি ছক্কা মারেন। ১২ বলে ২৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন মার্কাস স্টইনিস। তিনি ৪টি ছক্কা মারেন।

এছাড়া ডেভন কনওয়ে ১৩, ফ্যাফ ডু’প্লেসি ৭, ডারিল মিচেল ২৫, কেলভিন স্যাভেজ ৯, মিলিন্দ কুমার অপরাজিত ১৮ ও শুভমন রঞ্জনে অপরাজিত ১৫ রান করেন। সিয়াটেলের হয়ে ২টি করে উইকেট দখল করেন জসদীপ সিং ও হরমীত সিং। ১টি করে উইকেট নেন ওবেদ ম্যাককয় ও ওয়াকার সালামখেইল।

জবাবে ব্যাট করতে নেমে সিয়াটেল ১৩.৫ ওভারে মাত্র ৬০ রানে অল-আউট হয়ে যায়। টুর্নামেন্টের ইতিহাসে কোনও দলের এটি দ্বিতীয় নিন্মতম দলগত ইনিংস। সুতরাং, ৯৩ রানের বড় ব্যবধানে ম্যাচ জেতে সুপার কিংস।

সিয়াটেলের হয়ে দুই অঙ্কের রান করেন কেবল অ্যারন জোনস (১৭) ও জসদীপ সিং (১২)। ডেভিড ওয়ার্নার ৯ রান করে আউট হন । খাতা খুলতে পারেননি কাইল মায়ের্স, হরমীত সিং ও ক্যাপ্টেন এনরিখ ক্লাসেন। সিকন্দর রাজা মাত্র ৪ রান করে আউট হন।সুপার কিংসের হয়ে ৪ ওভারে মাত্র ১৮ রান খরচ করে ৩টি উইকেট দখল করেন নূর আহমেদ। উল্লেখ্য, এমআইয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচে ১টি ও নাইট রাইডার্সের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে ৪টি উইকেট দখল করেন নূর।

এছাড়া সিয়াটেলের বিরুদ্ধে এই ম্যাচে ৩টি করে উইকেট পকেটে পোরেন জিয়া উল হক ও নান্দ্রে বার্গার। ২ ওভারে ৪ রান খরচ করে ১টি উইকেট নেন মার্কাস স্টইনিস। ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন জিয়া উল হক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *