ক্ষতিগ্রস্ত সারদা শশিভূষণ কলেজের সায়েন্স বিল্ডিং

Spread the love

সাত সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড। তারফলে ক্ষতিগ্রস্ত হল পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম পুরনো ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এগরা সারদা শশিভূষণ কলেজ। বৃহস্পতিবার সকাল ৭ টা নাগাদ আগুন লেগে যায় কলেজের সায়েন্স বিল্ডিংয়ে। আগুনের পুড়ে ছাই হয়ে যায় কেমিস্ট্রি ল্যাবের বহু মূল্যবান সামগ্রী। আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা কলেজ চত্বরে।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, কলেজের কেমিস্ট্রি ল্যাবরেটরিতেই আগুনের সূত্রপাত হয়। সকাল প্রায় ৭টা নাগাদ কলেজের কর্মীরা প্রথমে ধোঁয়া দেখতে পান সায়েন্স বিল্ডিং থেকে। দ্রুত সেই ধোঁয়া রূপ নেয় ভয়ঙ্কর আগুনে। কলেজ খোলার ঠিক আগেই এই ঘটনা ঘটায়, কোনও পড়ুয়া বা কর্মচারীর আহত হননি বলেই খবর। জানা যাচ্ছে, আগুন এতটাই দ্রুত ছড়াতে শুরু করে যে কিছু বুঝে ওঠার আগেই গোটা সায়েন্স বিল্ডিংয়ের আশপাশ ঢেকে যায় ঘন কালো ধোঁয়ায়। আতঙ্কে ছুটোছুটি শুরু হয় আশপাশের লোকজনের মধ্যে। খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছয় দমকল বিভাগের দুটি ইঞ্জিন। শুরু হয় আগুন নিয়ন্ত্রণের চেষ্টায় তৎপরতা। তবে বহু চেষ্টা করেও দীর্ঘক্ষণ ধরে আগুন পুরোপুরি আয়ত্তে আনা সম্ভব হয়নি। দমকল সূত্রে জানা গিয়েছে, ভিতরে রাসায়নিক দ্রব্য মজুত থাকায় আগুন আরও ভয়াবহ রূপ নেয়। ফলে পরিস্থিতি সামাল দিতে বেগ পেতে হয়। 

যদিও কারও আহত হওয়ার খবর নেই, তবু কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, কেমিস্ট্রি ল্যাবে থাকা বহু দামী যন্ত্রপাতি, রাসায়নিক দ্রব্য এবং কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র আগুনে পুড়ে গিয়েছে। আগুনের কারণে বেশ কিছু পরীক্ষাগার স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আপাতত সায়েন্স বিল্ডিংটি বন্ধ করে দেওয়া হয়েছে। কীভাবে আগুন লাগল তা জানার চেষ্টা করছে দমকল।

কলেজ কর্তৃপক্ষ জানান, আগামী কয়েকদিন বিজ্ঞান বিভাগের সব ক্লাস ও গবেষণা কার্যক্রম বন্ধ থাকবে। প্রয়োজনে অন্য ভবনে অস্থায়ীভাবে ক্লাস নেওয়ার কথা ভাবা হচ্ছে। জানা যাচ্ছে, এই শিক্ষা প্রতিষ্ঠানটি শুধু এগরাতেই নয়, গোটা জেলার মধ্যে একটি পরিচিত নাম। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই শিক্ষামহল এবং সাধারণ মানুষের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *