খলিস্তানপন্থীরা কানাডাকে ঘাঁটি হিসাবে ব্যবহার করে ভারতে সহিংসতার পরিকল্পনা করছে বলে মেনে নিল কানাডার গোয়েন্দা সংস্থা। একটি রিপোর্টে কানাডার গোয়েন্দারা দাবি করল, কানাডায় ভারতের ‘কথিত হস্তক্ষেপ’ মূল কারণ এই খলিস্তানিপন্থীরা। মোদীর কানাডার সফরের পর এহেন গোয়েন্দা রিপোর্ট বেশ তাৎপর্যপূর্ণ।
সম্প্রতি কানাডার পার্লামেন্টের বার্ষিক প্রতিবেদন জমা দেয় কানাডিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স সার্ভিস। তাদের সেই রিপোর্টের ‘পলিটিক্যালি মোটিভেটেড রিলিজিয়াস এক্সট্রিমিজম’ বিভাগে খলিস্তান সংক্রান্ত এই স্বীকারোক্তি রয়েছে। শুক্রবার কানাডার সংসদের নিম্নকক্ষ হাউজ অফ কমন্সে এই রিপোর্ট উপস্থাপিত হয়েছিল। এর আগে অবশ্য বুধবারই এই রিপোর্টটি প্রকাশ্যে এসেছিল।
কানাডার সেই গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে, ‘১৯৮০-র দশকের মাঝামাঝি সময় থেকে কানাডায় ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ধর্মীয় কট্টরপন্থা’ সংক্রান্ত হুমকি দেখা দিয়েছিল। প্রাথমিকভাবে কানাডা-ভিত্তিক খলিস্তানি চরমপন্থীদের মাধ্যমে এই চরমপন্থা প্রকাশ পেয়েছিল। মূলত ভারতের পঞ্জাবে খালিস্তান নামে একটি স্বাধীন জাতিরাষ্ট্র গঠনের জন্য সহিংসতাকে সমর্থনের চেষ্টা করত এই খলিস্তানিরা।
গোয়েন্দা রিপোর্টে আরও বলা হয়, ২০২৪ সালে কানাডায় খলিস্তান-সম্পর্কিত কোনও হামলা না হলেও এই খলিস্তানিরা কানাডার জাতীয় সুরক্ষার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিশেষত, কানাডায় এই খালিস্তানি চরমপন্থার কারণে ভারত এখানে হস্তক্ষেপ করে থাকে। কিছু কানাডিয়ান নাগরিক এই খলিস্তান আন্দোলনকে সমর্থন করার জন্য বৈধ ও শান্তিপূর্ণ প্রচারে অংশ নেয়। স্বাধীন খলিস্তান রাষ্ট্রের পক্ষে অহিংস আন্দোলনকে চরমপন্থা হিসেবে বিবেচনা করা হয় না। তবে একটি ছোট গোষ্ঠীকে খলিস্তানি চরমপন্থী হিসাবে বিবেচনা করা হয়। কারণ তারা ভারতে সহিংসতার প্রচার করে এবং তার জন্য তহবিল সংগ্রহ করে। এর জন্য তারা কানাডাকে ঘাঁটি হিসাবে ব্যবহার করে চলেছে।

গোয়েন্দা রিপোর্টে স্বীকার করা হয়েছে, কানাডায় খলিস্তানি চরমপন্থা নিয়ে ভারতের উদ্বেগের কিছু বৈধ ভিত্তি রয়েছে। কিছু চরমপন্থী কানাডা থেকে ভারতকে লক্ষ্য করে হুমকি দেওয়ার কাজে জড়িত রয়েছে। বিশেষত ভারতে সন্ত্রাসবাদী কার্যকলাপের সমন্বয় ও অর্থায়ন করছে এই খলিস্তানিরা।