খুদেই আজ নামী পরিচালক

Spread the love

জীবনে যতই সাফল্য আসুক না কেন, ছোটবেলার সরলতা কোনওদিন ফিরে আসে না। আরও একটি জিনিস যেটি ফিরে আসে না তা হল ছোটবেলার ছবি। শৈশবের ছবি যতই অস্পষ্ট হোক না কেন, সেই ছবি দেখেই মানুষ এক লহমায় ফিরে যায় শৈশবে। এবার সোশ্যাল মিডিয়ায় তেমনি একটি ছোট্ট শিশুর ছবি ভাইরাল হল।

ছবিটি যিনি পোস্ট করেছেন তিনি শুধু একজন নামী স্ট্যান্ড আপ কমেডিয়ান তা নয়, একজন নামি পরিচালকও বটে। জি বাংলার ‘মিরাক্কেল’ থেকে জনপ্রিয়তা অর্জন করার পর আজ তিনি একাধিক জনপ্রিয় অনুষ্ঠানের পরিচালক।

ঠিকই বুঝেছেন, এখানে বলা হচ্ছে বিখ্যাত স্ট্যান্ড আপ কমেডিয়ান সঙ্গীত তিওয়ারির কথা। ছোটবেলার একটি ছবির সঙ্গে বর্তমানে একটি ছবি কোলাজ করে ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘ম্যাটার করে না আজকে কত স্যালারি! ছবি কিন্তু ভালো হয় ছোটবেলারই।

সঙ্গীত ছোটবেলার যে ছবিটি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে, একটি সাদা রঙের পাঞ্জাবি পরে রয়েছেন তিনি। দুষ্টু মিষ্টি মুখে তাকিয়ে রয়েছেন ক্যামেরার দিকে। খুব সম্ভবত এটি কোনও অনুষ্ঠানের ছবি। ছোটবেলার ছবির পাশাপাশি সঙ্গীত বড়বেলার একটি ছবিও পোস্ট করেছেন।

ছবিটি দেখে যেমন অনেকে সঙ্গীতের ছোটবেলার ছবিকে মিষ্টি বলে কমেন্ট করেছেন, অনেকে আবার সঙ্গীতের বলা কথার সঙ্গে একমত হয়েছেন। সত্যিই ছোটবেলায় বড় হওয়ার আকাঙ্খায় ছেলেবেলার মিষ্টি মুহূর্তগুলো যেন কোথায় হারিয়ে যায়।

প্রসঙ্গত, শুধু পরিচালক হিসাবে নয়, এই মুহূর্তে একজন কনটেন্ট ক্রিয়েটর হিসেবেও ভীষণ পরিচিত সঙ্গীত। সঞ্চারী মন্ডলের সঙ্গে মজার কনটেন্ট তৈরি করেন তিনি। কিছুদিন আগেই কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ীর সঙ্গে দেখা হওয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করেছিলেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *