খুনের মামলায় ঢাকা থেকে গ্রেফতার নুসরত ফারিয়া

Spread the love

দেশের বাইরে যাওয়ার সময় গ্রেফতার বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরত ফারিয়া। রবিবার দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় তাঁকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশ। নুসরতের বিরুদ্ধে গতবছর (২০২৪) বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানায় এক ‘খুনের চেষ্টা’-র মামলা রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম।

জানা যচ্ছে, প্রথমে নুসরতকে ইমিগ্রেশন চেকপোস্ট থেকে আটক করা হয়। পরে তাঁকে ভাটারা থানায় গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে আসা হয়। গত বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন করতে নুসরত আওয়ামি লিগের হয়ে আর্থিক সাহায্য করেছিলেন বলেও অভিযোগ রয়েছে।

বাংলাদেশে আওয়ামি লিগ নিষিদ্ধ হওয়ার পর থেকে সেই দলের সঙ্গে সম্পর্কের দোহাই দিয়ে সেদেশের একের পর এক তারকাকে শাস্তি দিতে উঠে পড়ে লেগেছে ইউনুস সরকার। কিছুদিন আগেই দুই বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার করা হয়েছিল। আর এবার কোপ পড়ল নুসরতের উপর।

প্রসঙ্গত, পরিচালক শ্যাম বেনেগলের ‘মুজিব: দ্য মেকিং অফ এ নেশন’ ছবিতে-ছবিতে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন নুসরত। সেই ছবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেছিলেন আরিফিন শুভ। তিনি আওয়ামি লিগের ঘনিষ্ঠ বলেই কি তাঁর বিরুদ্ধে এমন পদক্ষেপ করা হল?এমন প্রশ্ন তুলেছেন অনেকেই।

শুধু তাই নয়, এপার বাংলাতেও একাধিক কাজ করেছেন নুসরত। রাজ চক্রবর্তীর পরিচালনায় আবার প্রলয় ওয়েব সিরিজে ‘খেলা হবে’ আইটেম ডান্সেও দেখা গিয়েছিল নুসরতকে। শুধু তাই নয়, ‘বিবাহ অভিযান’, ও ‘আবার বিবাহ অভিযান’ ছবিতে অভিনয় করেছিলেন নুসরত। শুধু তাই নয় অভিনয় ছাড়াও গান, মডেলিং, সঞ্চালনা, এবং রেডিও জকি হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বছর ৩১-এর নুসরত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *