খুলল শিলিগুড়ি-সিকিম লাইফলাইন 

Spread the love

দু’দিন বন্ধ থাকার পর খুলে দেওয়া হল শিলিগুড়ি-সিকিম লাইফলাইন ১০ নম্বর জাতীয় সড়ক। আজ, বুধবার সকাল থেকে ওই জাতীয় সড়ক সাধারণের জন্য ফের খুলে দেওয়া হয়েছে। সেবকের কাছে ধস নামার কারণে বন্ধ হয়ে গিয়েছিল জাতীয় সড়ক। রাস্তা খুললেও চালকদের সতর্ক থাকার বার্তা দিয়েছে জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো উন্নয়ন কর্পোরেশন লিমিটেড (এনএইচআইডিসিএল)। জাতীয় সড়ক ফের খুলে যাওয়ায় স্বস্তি ফিরেছে চালক, নিত্যযাত্রী ও পর্যটকদের।

সাম্প্রতিক অতীতে সিকিমে ভয়াবহ বৃষ্টির কারণে ১০ নম্বর জাতীয় সড়কের বিভিন্ন এলাকায় ধস নেমেছিল। কার্যত বহু জায়গায় রাস্তার চিহ্নমাত্র ছিল না। আবহাওয়ার উন্নতি হলে সেনাবাহিনীর তরফে রাস্তা তৈরির কাজ শুরু হয়। বহু জায়গায় জাতীয় সড়ক ও অন্যান্য রাস্তা তৈরি হয়। সেই পরিস্থিতিতে ফের যান চলাচল শুরু হয়। সোমবার সকালে শিলিগুড়ির সেবকে বাগপুলের কাছে ফের জাতীয় সড়কের উপর ধস নামে। আচমকা পাহাড় বেয়ে নেমে এল একের পর এক বিশাকার পাথর। উপর থেকে নেমে আসা পাথরের আঘাতে দুর্ঘটনার কবলে পড়ে একটি পর্যটকবোঝাই গাড়ি। ফের বিপর্যস্ত হয় শিলিগুড়ি-সিকিম সড়কপথে যোগাযোগ। বন্ধ করে দেওয়া হয় ১০ নম্বর জাতীয় সড়ক।

সেভক করোনেশন সেতু এবং কালিঝোরার মাঝামাঝি ১০ নম্বর জাতীয় সড়কের বাগপুলের ভূমিধসের ঘটনার পর জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো উন্নয়ন কর্পোরেশন লিমিটেড (এনএইচআইডিসিএল) বিজ্ঞপ্তি জারি করে। জানানো হয় ৭ জুলাই সন্ধ্যা ৬টা থেকে ৮ জুলাই সন্ধ্যা ৬টা পর্যন্ত ১০ নম্বর জাতীয় সড়কে সমস্ত যানবাহন চলাচল সাময়িকভাবে স্থগিত করা হচ্ছে। রাস্তা বন্ধ থাকায় সমস্যায় পড়েন স্থানীয় বাসিন্দা থেকে পর্যটকরা। যুদ্ধকালীন পরিস্থিতিতে ধস সরিয়ে রাস্তা সারাইয়ের কাজ চলতে থাকে। এইসময় সমস্ত যানবাহন গরুবাথান হয়ে চলাচল করে। বিকল্প রুটে চলাচল নিশ্চিত করতে কালিম্পং জেলা প্রশাসন ট্রাফিক নিয়ন্ত্রণে সাহায্য করে। ঘুরপথে চলাচলে সময় ও খরচও বাড়ছিল। এদিন ফের জাতীয় সড়ক খুলে দেওয়ায় স্বস্তি ফিরল চালক ও যাত্রীদের। তবে চালকদের সাবধানে গাড়ি চালানোর বার্তা দেওয়া হয়েছে প্রশাসনের থেকে। আবহাওয়ার বদলে ফের পাহাড়ে ধস নামার আশঙ্কাও থাকছে বলে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *