‘গরিব’ পাকিস্তানকে চরম হুমকি মোদীর

Spread the love

সোমবার গুজরাটের ভুজের সভা থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘পাকিস্তানকে সন্ত্রাসের রোগ থেকে মুক্ত করার জন্য পাকিস্তানের মানুষকেই এগিয়ে আসতে হবে, পাকিস্তানের তরুণ সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে। সুখে-নিশ্চিন্তে জীবন কাটাও। রোটি খাও (রুটি খাও)। 

ভুজের সভা থেকে মোদী এটাও জানান যে কেন পহেলগাঁও হামলার ১৫ দিন পরে অপারেশন সিঁদুর চালানো হয়। তিনি বলেন, ‘পহেলগাঁও হামলার পরে আমি ১৫ দিন অপেক্ষা করেছিলাম। আশা করেছিলাম যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে পদক্ষেপ করবে পাকিস্তান। কিন্তু দেখে মনে হচ্ছে যে সন্ত্রাসবাদ হল ওদের রুটি-রুজি।’ সেইসঙ্গে মোদী বলেন, ‘মনুষ্যত্বকে রক্ষা করার এবং সন্ত্রাসবাদকে ধ্বংস করার মিশন হল অপারেশন সিঁদুর।’সেই রেশ ধরে ভারত এবং পাকিস্তানের আর্থিক অবস্থারও তুলনা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘ভারত যেখানে পর্যটনের উপরে আস্থা রাখে, সেখানে পাকিস্তান আবার সন্ত্রাসবাদকেই পর্যটন হিসেবে বিবেচনা করে। আমি পাকিস্তানের লোকজনের কাছে জানতে চাই, আপনারা কী অর্জন করেছেন?’

ভারতের প্রধানমন্ত্রী স্মরণ করিয়ে দেন, ‘আজ ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি। আর আপনাদের অবস্থা কী? যারা সন্ত্রাসবাদকে মদত জোগায়, তারা আপনাদের ভবিষ্যৎ ধ্বংস করে দিয়েছে।’ উল্লেখ্য, আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের (আইএমএফ) পরিসংখ্যান উদ্ধৃত করে রবিবারই নীতি আয়োগের তরফে জানানো হয়েছে, জাপানকে ছাপিয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে ভারত। ২০২৪ সাল পর্যন্ত ভারত পঞ্চম স্থানে ছিল।

নীতি আয়োগের তরফে জানানো হয়েছে, আপাতত ভারতের থেকে শুধুমাত্র এগিয়ে আছে আমেরিকা, চিন এবং জার্মানি। আর যা পরিকল্পনা করা হয়েছে, সেটা মেনেই যদি এগিয়ে যাওয়া যায়, তাহলে আগামী আড়াই থেকে তিন বছরের মধ্যেই বিশ্বের তৃতীয় অর্থনীতিতে পরিণত হবে ভারত। আপাতত ভারতের অর্থনীতির বহর হল চার ট্রিলিয়ন মার্কিন ডলার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *