গলায় জবার মালা! কপালে তৃতীয় নয়ন যেন মা ভবতারিণী

Spread the love

মাথায় মুকুট, গলায় জবার মালা, গা ভর্তি সোনা রুপোর গয়না, কান ঢাকা ঝুমকো, সিঁথিতে সিঁদুর, কপালে আঁকা তৃতীয় নয়ন। কপাল আর গাল জুড়ে সরু কল্কা, লোল-জিহ্বা, দক্ষিণেশ্বরের মা ভবতারিনীর বেশে ইনি কে চিনতে পারলেন? ইনি কিন্তু টলিপাড়ার একজন জনপ্রিয় নায়িকা। বলতে পারবেন তিনি কে?

তাঁর জীবনের সঙ্গে যে মা কালীর বিশেষ যোগ, আর তাই বুঝি শুরুর মেগাতেই নায়িকা সেই ত্রিনয়নী দেবীর আশীর্বাদ-ধন্যা রূপে পর্দায় নিজেকে মেলে ধরেছিলেন। পরে সেই মেগার নায়কের সঙ্গেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন নায়িকা। তারপর ছোট পর্দায় দর্শকদের মন জয় করে সম্প্রতি পা রাখেন বড় পর্দাতেও। উইন্ডোজের সঙ্গে ইতিমধ্যেই ছবিতে ডেবিউ সেরেছেন তিনি। সামনেই ফের এই প্রযোজনা সংস্থার সঙ্গে তাঁর নতুন হরর ছবি আসছে। এবার কি আন্দাজ করতে পারলেন নায়িকা কে?

তিনি হলেন জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি দাস। তবে নায়িকা নিজে এই ছবি সমাজ মাধ্যমের পাতায় পোস্ট করেননি। রূপটান শিল্পী মুক্তি রায় নায়িকার এই মা ভবতারিণী লুকের ছবি প্রকাশ্যে আনেন। যদিও এই সাজে বেশ অনেকটা সময় আগে সেজে ছিলেন নায়িকা।

মুক্তি রায় নায়িকার ছবি পোস্ট করে লেখেন, ‘আমার মা কে ভবতারিণী রূপে সাজিয়ে কেমন লাগছে? ফোন ঘাঁটতে ঘাঁটতে পেলাম। মোবাইলে তুলেছিলাম শ্যুটের সময়। চোখ বন্ধ করে যে বসে আছে, সে হল শ্রুতি দাস।’ ছবিটি পোস্ট করে শ্রুতিকে ট্যাগও করেন মুক্তি। নায়িকাও তাঁর এই পোস্টে মন্তব্য করেন ইমোজি দিয়ে।

তাঁর এই লুক প্রকাশ্যে আসতেই নায়িকাকে ভালোবাসায় ভরে দিয়েছেন অনুরাগীরা। একজন লেখেন, ‘অসাধারণ।’ আর একজন লেখেন, ‘কী সুন্দর।’ আর একজন লেখেন, ‘আমি ভাষা হারিয়ে ফেলেছি এত অপূর্ব লাগছে।’ এছাড়াও অনেকে ‘জয় মা কালী’ লিখে কমেন্ট করেন।

কাজের সূত্রে, ‘ত্রিনয়নী’ মেগার হাত ধরে বিনোদন জগতে পা রেখেছিলেন নায়িকা। তারপর ‘রাঙা বউ’ ধারাবাহিকে নাম ভূমিকায় নজর কাড়েন। এছাড়াও বেশ কিছু ওয়েব সিরিজে কাজ করেছেন। চলতি বছরে তাঁর ছবি ‘আমার বস’ মুক্তি পেয়েছে। এছাড়াও নায়িকার নতুন ছবি ‘ভানু প্রিয়া ভূতের হোটেল’ আসছে। ছবিটি চলতি বছরের ক্রিসমাসে বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা রয়েছে। ইতিমধ্যেই ছবি শ্যুটিং শুরু হয়ে গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *