গাজায় অনাহারে মৃত বেড়ে ১২২

Spread the love

ইসরাইলের অবরোধের কারণে গাজায় মানবিক সংকট ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় দুর্ভিক্ষ ও অপুষ্টির কারণে গাজার হাসপাতালগুলোতে নতুন করে নয়জনের মৃত্যু হয়েছে।সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, শুক্রবার টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ নিয়ে গাজায় যুদ্ধের সময় অনাহারে মারা যাওয়া মোট ফিলিস্তিনির সংখ্যা ১২২ জনে পৌঁছেছে, যার মধ্যে ৮৩ জনই শিশু।

এদিকে জাতিসংঘ ও মানবিক সংস্থাগুলো বলছে, গাজায় তীব্র অপুষ্টিতে ভোগা শিশুদের জীবন বাঁচাতে প্রয়োজনীয় বিশেষায়িত থেরাপিউটিক খাবারের অভাব দেখা দিয়েছে।

বৃহস্পতিবার ইউনিসেফের মুখপাত্র সালিম ওয়েইস রয়টার্সকে বলেন,আমরা এখন এক ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি, আমাদের থেরাপিউটিক সরবরাহ ফুরিয়ে আসছে। অবিলম্বে যদি পরিস্থিতির কোনো পরিবর্তন না হয়, তাহলে আগস্টের মাঝামাঝি নাগাদ রেডি-টু-ইউজ থেরাপিউটিক ফুডের  সরবরাহ শেষ হয়ে যাবে।

তিনি আরও বলেন, এটা শিশুদের জন্য সত্যিই বিপজ্জনক, কারণ তারা এই মুহূর্তে ক্ষুধা ও অপুষ্টির মুখোমুখি।

ওয়েইস বলেন, ইউনিসেফের কাছে ৩ হাজার শিশুর চিকিৎসার জন্য পর্যাপ্ত রেডি-টু-ইউজ থেরাপিউটিক ফুড অবশিষ্ট রয়েছে। জুলাইয়ের প্রথম দুই সপ্তাহে ইউনিসেফ গাজায় তীব্র অপুষ্টির শিকার ৫ হাজার শিশুর চিকিৎসা করেছে।

থেরাপিউটিক খাবার হলো খাদ্যতালিকাগত সম্পূরক হিসেবে নির্দিষ্ট, সাধারণত পুষ্টিকর, থেরাপিউটিক উদ্দেশ্যে তৈরি খাবার। থেরাপিউটিক খাবার অপুষ্টিতে ভোগা শিশুদের জরুরি খাওয়ানোর জন্য বা বয়স্কদের মতো বিশেষ পুষ্টির প্রয়োজনীয়তা সম্পন্ন ব্যক্তিদের খাদ্যের পরিপূরক হিসেবে ব্যবহৃত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *